ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

শিউলী আক্তারের কবিতা: অবেলার চিঠি

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১২:৪২ পিএম, ১৭ অক্টোবর ২০২৪

প্রিয় কাব্য,
আজকাল বড্ড ব্যস্ত থাকো তুমি।
একটু কথা বলার সময়ই পাও না!
আজকাল এগারো ডিজিটে ডায়াল করলে তোমাকে পাওয়া যায় না;
অনলাইনেও থাকো, কিন্তু রিং হয় না।

হঠাৎ দ্বিপ্রহরের আগে মনটা খারাপ হলে-
তোমার সঙ্গে দু’দণ্ড কথা বলতে খুব ইচ্ছে করে।
ওই যে, তোমার সময় নেই!

জানো কাব্য,
মাঝেমধ্যে ভাবি, এইসব কথা আকাশ-সমান করে লিখবো।
কিন্তু পারি না!
নিঃশব্দে ভাবনাগুলো উবে যায়।

কাব্য,
কখনো ভুলে যেও না-
কেউ একজন তোমার প্রতীক্ষায় আছে।
এই প্রতীক্ষার অবসান ঘটাও,
নইলে দেখবে, একটি আত্মা অকালে বিনষ্ট হয়ে গেছে।
ভালো থেকো কাব্য।

ইতি
তোমার কবিতা...

এসইউ/জেআইএম

আরও পড়ুন