ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

আব্দুল্লাহ আল সিফাতের চারটি কবিতা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০১:১০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৪

ভয়

এই শরীরের কোমলতা মুছে যাবে একদিন
যা ছিল যৌবন সব হয়ে যাবে ক্ষয়।
সেদিন বুঝবে তুমি ভালোবাসা কারে কয়
নিজ চোখে দেখবে নিজের ভয়।

****

চাপা কান্না

তুমি স্বপ্ন বিভোর রাজকন্যা শুনতে পাওনি আমার কান্না
তোমার চোখে অপরূপ আমার হাসি অথচ দেখোনি ভেজা চোখ
ধরে নিলে আমি সর্বসুখী অথচ আড়ালে সবই ফাঁকি
তোমার চোখেমুখে বিলাসিতা, আমার কপালে অল্প অল্প ঘাম।

তোমার চোখ খোঁজে অনবরত প্রশান্তির মুহূর্ত
আমার চোখ ভিজে যায়, কপোল বেয়ে বন্যা হয়
তোমার অবয়ব খোঁজে শীতল বাতাস এই অবেলায়
আমি নিজেকে পোড়াই রোদে-বৃষ্টিতে আবার ভিজে একাকার।

****

সুন্দর ছিল এই পৃথিবী বহুদিন আগে

সুন্দর ছিল এই পৃথিবী বহুদিন আগে
মনুষ্যত্ব ছিল, প্রেম-প্রীতি ভালোবাসা ছিল।
বিস্তর বন ছিল, হাতি-ঘোড়া ঢের ছিল
নীল আকাশ ছিল, আকাশজুড়ে পাখি ছিল।

নদী ছিল, জেলে ছিল, গোলাভরা ধান ছিল
প্রভাতে কাজ ছিল, রাত্রিকালে প্রশান্তির ঘুম ছিল।
দাদির মুখে কেচ্ছা ছিল, নাতনির অবাক দৃষ্টি ছিল
রমণীর চোখে লজ্জা ছিল, নতুন বউয়ের ঘোমটা ছিল।

নব্যদিনের ইলেক্ট্রিসিটিতে হারালো জোনাক পোকাটি?
শিশুর হাতে স্মার্টফোনে হারিয়ে গেলে রংতুলি
দিনে আলো রাতে আলো ঘুমে ব্যাঘাত সর্বত্র হলো
গৃহে কাজ বাহিরে কাজ জীবনে নেই অবকাশ।

****

অবসর

সহসা হয় যদি তোমার অবকাশ
আফসোস আমি তখন তমসায় ডুবে।
অনন্তকাল তোমার ব্যস্ততা ছিল
যখন ফিরে তাকালে তখন কিছু বাকি নেই।

এই অবেলায় ইচ্ছে অর্থহীন বটে।
আফসোস আজ তুমি আমায় খোঁজো
আজ তোমার অবসর ছিল
আর আমার চিরনিদ্রা।

এসইউ/এএসএম

আরও পড়ুন