ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

আর্থ-সামাজিক পত্রিকা ‘পূর্বা’ নিয়ে আলোচনা সভা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০১:৫১ পিএম, ১৪ আগস্ট ২০২৪

আর্থ-সামাজিক পত্রিকা ‘পূর্বা’ নিয়ে বরগুনায় বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দ মোতাহেরা বানু সাহিত্য পরিষদ এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

১৩ আগস্ট সন্ধ্যা ৭টায় পৌর সুপার মার্কেটের আইডিইবি মিলনায়তনে কবি, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মর্তুজা হাসান সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা মোশতাক আহমেদ, পাথরঘাটা সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রধান ভাস্কর রঞ্জন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিমাদ্রি শেখর কেশব, মনোয়ার হোসেন, কথাসাহিত্যিক ও সাংবাদিক জাহাঙ্গীর কবির মৃধা, প্রাবন্ধিক আবদুর রহমান সালেহ, বরগুনা জেলা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক সমরেশ কর্মকার, কবি বিপ্লব দাস, দন্ত্যচিকিৎসক কামরুল হাসান মিরাজ, সাংবাদিক সোহাগ হাওলাদার, বাংলা বিভাগের শিক্ষার্থী বনী আমিন প্রমুখ।

পরিষদের সভাপতি ও মুখ্য আলোচক মর্তুজা হাসান সৈকত বলেন, 'লেখার মান এবং বিষয়বৈচিত্র্য বিবেচনায় নিলে পূর্বা অত্যন্ত সমৃদ্ধ একটি আর্থ-সামাজিক পত্রিকা। এর পাশাপাশি পত্রিকাটির গেটআপ এবং মেকআপও অসাধারণ। ফলে প্রকাশের শুরু থেকেই সুধীজনের দৃষ্টি আকর্ষণে সমর্থ হয়েছে পত্রিকাটি।'

অবসরপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা মোশতাক আহমেদ বলেন, 'পত্রিকাটি পড়ে আমার মনে হচ্ছে, বরেণ্য লেখক, অর্থনীতিবিদদের সুচিন্তিত লেখাগুলো যে কাউকেই আকর্ষণ করার মতো। আমি পূর্বা কর্তৃপক্ষের কাছে পত্রিকাটির প্রকাশনা নিয়মিত রাখার আহ্বান জানাই।'

পাথরঘাটার সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রধান ভাস্কর রঞ্জন বলেন, 'একটি দেশের অর্থনীতি সেই দেশের রাজনীতিকে প্রভাবিত করে। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে এই ধরনের পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।'

এসইউ/এএসএম