ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

আলাউদ্দিন হোসেনের দুটি ছড়া

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৮:২৭ এএম, ১১ আগস্ট ২০২৪

কোটার জন্য

কোটার জন্য দিলো যারা
অকাতরে প্রাণ,
জনম জনম গেয়ে যাবে
বাংলা তাদের গান।

ইতিহাসের পাতাজুড়ে
থাকবে তাদের নাম,
বীর বীরত্ব রক্তের ঘ্রাণ
অমরত্বের দাম।

বাংলাজুড়ে হইহুল্লোড়
স্বৈরাচারী শেষ,
নব দিগন্ত রক্ত বিজয়
সোনার বাংলাদেশ।

****

বীরশ্রেষ্ঠ

কোটার তরে আবু সাঈদ
বিলিয়ে দেওয়া প্রাণ,
বীর বীরত্ব বীরশ্রেষ্ঠ
স্বাধীনতার ঘ্রাণ।

বুকভরা রাবার বুলেট
অকুতোভয় যোদ্ধা,
মনে-প্রাণে বাঙালি জাতি
করে যাবে শ্রদ্ধা।

রক্ত দিয়ে জীবন দিয়ে
বাংলাজুড়ে জয়,
বীর বীরত্ব বীরশ্রেষ্ঠ
বীরের নাই তো ক্ষয়।

এসইউ/এমএস

আরও পড়ুন