ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

দারুস সালাম মাসুদের একগুচ্ছ কাপলেট

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৬ জুলাই ২০২৪

ভয়ংকর

মানুষের চেয়ে ভয়ংকর কোনো প্রাণী নেই
মনঃপূত না হলে নিজেকেও নিজে হত্যা করে।

প্রস্থান

মৃত্যুই একমাত্র—
মানুষের মানসম্মত প্রস্থান।

দায়বদ্ধতা

শিক্ষিত লোককেই—
আজীবন শিখতে হয়।

সফল

নিজের কষ্টকে—
যে জয় করেছে।

হৃদয়

হৃদয় একটা গভীর পাত্র;
যেখানে চন্দ্র-সূর্যের মতো বড় দুঃখও ঢেকে রাখা য়ায়।

খাঁটি প্রেমিক

অসীম আকাশের দিকে তাকিয়েও
যে প্রেমিকার মুখ ছাড়া আর কিছু দেখে না!

অকৃতজ্ঞ

স্রষ্টার দয়ায় বেঁচে থেকেও
কেউ কেউ নিজেকে স্বনির্ভর দাবি করে!

জীবন

জীবন একটা ছাতা, এটা খুলতে না পারলে—
রোদ-বৃষ্টির মতো দুঃখ-কষ্ট সইতে হয়।

প্রকৃতির শিকার

কোনো প্রাণীকে—
নিজের জন্ম ও মৃত্যু শিখতে হয় না।

সার্থক মানব

জন্মের চেয়ে যার—
মৃত্যুর আনুষ্ঠানিকতা বড়।

প্রকাশ

কবরের সামনে বিলাপ করা দুঃখের প্রকাশ
দোয়া করাটা ভালোবাসার প্রকাশ।

স্মৃতি

ঝড়ের আঘাতগুলো যুগে যুগে মানুষ মনে রাখে
রোমান্টিক বৃষ্টিগুলোকে তা-তা-থৈ-থৈ করে ভুলে যায়।

উত্থান-পতন

ঠিক মাথার ওপর ওঠার পরই—
সূর্য ক্রমশ নুয়ে পড়তে থাকে।

বাস্তবতা

পাখি শুধু তার আত্মবিশ্বাসের জন্য নয়—
ডানা আছে বলেই উড়তে পারে।

দ্বিচারিতা

আপনার জন্য আপনজনরা দু’ভাবেই প্রস্তুত;
সুযোগ বুঝে সম্মান আর অপমান দেখাতে!

জীবনের ধর্ম

জীবনের ধর্মই—
জীবনকে নিঃশেষিত করা।

ব্যাধিগ্রস্ত

যে সংসারে কোনো দুঃখ নেই—
সে সংসার কোথাও না কোথাও ব্যাধিগ্রস্ত।

আত্মার্থ

পৃথিবী একটি পুরোনো পাগলাগারদ
এখানে সব পাগলই নিজের বুঝ বোঝে।

এসইউ/এমএস

আরও পড়ুন