ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

মো. মাহবুবুর রহমানের কবিতা: ভালোবাসি বৃষ্টিকে

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০১:১০ পিএম, ০৪ জুলাই ২০২৪

প্রশ্ন করে রাতের তারা—
অনেক ভালোবাসো কাকে?
বললাম—কেন? বৃষ্টি!
যে আমাকে মৃত্তিকা বলে ডাকে।

বললো তারা—
আমিও তবে মৃত্তিকা বলে ডাকি? কেমন?
বললাম—সরি,
ও ডাক তোমার হয় না মধুর তেমন।

দুঃখ পেল তারা,
বললো—আমিও তবে বৃষ্টি হবো
পড়বো ঝরে ঝরে।
বললাম—না, তারা হলে বৃষ্টি,
তাতে হবে অনাসৃষ্টি!
তারারা কি ঝরতে পারে বৃষ্টির মতো সুরে?

তারা বললো—তবে ঝরনা হবো
রাত-দিন ভর শুধু ঝরে ঝরে—
বৃষ্টির থেকে বহুগুণ সুরে।
বিমোহিত করে রাখবো তোমায়
নিজেকে করবো ধন্য।

বললাম—না!
বৃষ্টির সুর, ঝরনার সুর—এটা থেকে ওটা ভিন্ন।
আমি বৃষ্টির, বৃষ্টি আমার—
একে অপরের জন্য।

এসইউ/এএসএম

আরও পড়ুন