ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

দেবব্রত চক্রবর্তী বিষ্ণুর গুচ্ছ কবিতা

অল্প কথার গল্প ও অন্যান্য

দেবব্রত চক্রবর্তী বিষ্ণু | প্রকাশিত: ১১:৪১ এএম, ০২ জুলাই ২০২৪

এক.
অল্প কথার গল্প

জীবনের কোনো কোনো গল্প
কেউ শুনতে না চাইলেও জোর করে শোনাতে হয়
আবার কোনো কোনো গল্প
অল্প করেও কাউকেই শোনানো যায় না
এই গল্প লুকাবার, শুধুই যত্ন করে লুকাবার।

জীবনের কোনো কোনো ইচ্ছা পোড়ে, অবিরাম পোড়ে
কোনো কোনো ইচ্ছা প্লাবনে প্লাবনে ভেসে যায়
ভাসতে ভাসতে কোথায় যেন হারিয়ে যায়
খণ্ড খণ্ড ইচ্ছাগুলো কখনো দারুণভাবে জাগায়
কখনো কখনো ভাবজগতে নিয়ে যায়
কিছু কিছু ইচ্ছা তোমার দিকে আকুল প্রত্যাশায় ছুটে যায়।

যাপিত জীবনে কখনো কখনো কষ্টকাতর
ইচ্ছাগুলোর ভেতরও আনন্দ অনর্গল কথা বলে
জীবনের সব ক্ষত দৃশ্যমান নয়
কান্নার শব্দও সব সময় শোনা যায় না
কখনো কখনো স্বপ্ন কেনার আমির খুঁজতে গিয়ে
ইচ্ছাগুলোয় রং মেশানোর আবিরের সন্ধান পাই।

স্বপ্নের ভেতর বসত আমার, স্বপ্নই বাড়িঘর
দুঃস্বপ্নের গ্রাস থেকে বাঁচতে নাকি স্বপ্ন দেখতে হয়
আর ছুঁয়ে থাকা ভুলের ফুলগুলো স্পর্শ করে
ফিরে ফিরে অমল-ধবল শুদ্ধ হয়ে উঠি
সব কিছুরই শেষ আছে
শুধু মানুষের অধিকারের শেষ নাই।

দুই.
কেটে যায় সব আঁধার

তুমি আছ বাহুর বন্ধনে, হৃদয় স্পন্দনে
তুমি আছ সর্বব্যাপী আনন্দ-উল্লাসে
তুমি আছ সব সফলতার গণ্ডি পেরিয়ে আরও সম্ভাবনার দিকে
তুমি আছ শ্রমে-ঘামে নিরন্তর সংগ্রামে।

তুমি আছ চাঁদ আর সূর্যালোকে
তুমি সর্বজয়ী, আছ সকল দুঃখ-কষ্ট অবসানে
তুমি আছ দর্পণে, কারণ আমি কাঁদলে তুমিও কাঁদো
তুমি আছ শব্দের মিছিলে-মিছিলে।

তুমি আছ সুরভিত দেবী ছন্দে, বজ্রাসনে
তুমি আছ মায়াবী হরিণীর চোখের তৃষ্ণায়
তুমি আছ মুক্তির স্বপ্নে সম্মুখ সমরে
তোমার পথের দিকে তাকালে কেটে যায় সব আঁধার।

তিন.
বহুমাত্রিক জ্যোতির্ময়ী

পুরুষতান্ত্রিক সমাজ তোমার নাম দিয়েছে অর্ধাঙ্গিনী
মিছিলে মিছিলে তোমার পায়ের ধুলা হয়ে
আমি তোমার নাম দিয়েছি শ্রেষ্ঠাঙ্গিনী।

তোমাকে পাওয়ার পর দীর্ঘ পরমায়ুর প্রত্যাশা বেড়ে যায়
তোমার সবুজ জমিনে পাথরচাঁপা সাদা কষ্ট নিংড়ে
আমিও পেয়েছি দুঃখ উদযাপনের শক্তি
ভালোবাসার বিস্তীর্ণ আকাশ দিয়েছ
এবার কিছু নান্দনিক কষ্ট দাও।

বড্ড অকিঞ্চিৎকর লোক আমি
আমার স্বপ্নের স-এর নিচে ব-ফলা নেই
সব মর্মস্পর্শী গল্পই উৎকৃষ্ট মনে হয় আমার কাছে
এত ভালোবাসা শুধু লাজুক ও ঋণীই করেনি
জীবনের নানা মেরুকরণের সমীকরণে জেনেছি
তুমি বহুমাত্রিক জ্যোতির্ময়ী।

এইচআর/জেআইএম