ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

শাহানাজ শিউলীর ছড়া: দুর্যোগে দুর্ভোগ

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৮:০৬ এএম, ০৩ জুন ২০২৪

গাছ ভাঙছে ডাল ভাঙছে
ভাঙছে আরও নদীর কূল,
বাঁধ ভাঙতে পাড় ভাঙছে
উপড়ে গেছে গাছের মূল।

টিন উড়ছে খড় উড়ছে
উড়ছে আরও বালুচর,
সাপ ভাসছে মাছ ভাসছে
ভাসছে কত বসতঘর।

কাঁদছে মানুষ ডুবছে পশু
উজাড় হয়ে যাচ্ছে বন,
দুর্যোগেরই মহামারি
ছোবল মারে সারাক্ষণ।

নাই খাদ্য নাই বিদ্যুৎ
পানির নিচে শস্যমাঠ,
একূল দুকূল অথৈ পানি
যায় না চেনা নদীর ঘাট।

ঝড়-ঝঞ্ঝা রোধ করতে
বেশি বেশি লাগাই গাছ,
পরিবেশকে রক্ষা করে
থাকবো সুখে বারোমাস।

এসইউ/এমএস

আরও পড়ুন