ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

শাহানাজ শিউলীর কবিতা

শেষ অনুরোধ এবং শাওন রাতের প্রেম

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০২:৫২ পিএম, ২২ মে ২০২৪

শেষ অনুরোধ

যদি আর কোনোদিন না হয় কথা
খুঁজে নিও সন্ধ্যাতারা,
দেখবে সেথায় জ্বলছি কেমন
সঙ্গীবিহীন তোমায় ছাড়া।

সন্ধ্যা হলে জোনাকগুলো
নিবু নিবু জ্বালবে আলো,
খুঁজে নিও সেই আলোতে
যতই নামুক আঁধার কালো।

খুঁজে নিও বাদল জলে
ভরাট নদী, সপ্ত পাথার,
দেখবে সেথায় হৃদয় দহন
তৃপ্তিহারা সেই হাহাকার।

জোছনা ধারা তন্দ্রাহারা
আমার মতো বিশ্বনিখিল,
চিতার আগুন পোড়ায় কেমন
বাঁধনহারা এই ছেঁকা দিল।

তোমার ছাদের ফুল বাগিচায়
আসন পেতো শিউলি তলে,
শিশির জলে ভিজলে আমি
কুড়িয়ে নিও পূজার ছলে।

****

শাওন রাতের প্রেম

দেখা হয়েছিল তোমার আমার কোনো এক শাওন রাতে
ভিজেছিল বুক অশ্রুআঁখিতে গহীন মেঘের সাথে।
নিঝুম রাতে ঘুমহীন চোখে জেগেছিলাম নিশিতে একা
তোমার গভীর আঁখিতে ছিল আমার প্রণয় লেখা।

তোমার বাহুতে জড়িয়ে রাখলে আমার শূন্যবুক
সিন্ধুর ঢেউয়ের উজানী স্রোত ফিরিয়ে দিলো সুখ।
তারপর গেলে পিঞ্জর ভেঙে আসলে না আর ফিরে,
আমার রজনী বিরহে কাটে ব্যথার আঁধার ঘিরে।

বিবাগী চিত্তে এখনো থাকি জলভরা আঁখি নিয়ে
কোন চিতার দহনে পোড়াও আমায় ফাঁকি দিয়ে।
বুকের ভেতর অগ্নিতৃষা ধুক ধুক করে জ্বলে,
জমাট বাঁধা ব্যথার বরফ আগুনে আর না গলে।

তুমি ছাড়া আমার ধু ধু চারিদিক সাহারার মরুতল
তটিনীর জল শুকিয়ে গেছে শুকায়নি আঁখির জল।
ক্ষণেক প্রেমে মন পুড়িয়ে করলে তুমি কালি
শাওন এলে তোমারে স্মরিয়া সন্ধ্যাপ্রদীপ জ্বালি।

এসইউ/জেআইএম

আরও পড়ুন