ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

ফারজানা অনন্যার কবিতা: সবকিছু ভেঙে পড়ে

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৮:০৪ এএম, ২০ মে ২০২৪

সবকিছু ভেঙে পড়ে। ভেঙে পড়ে—ঔপনিবেশিক তত্ত্ব, সাংস্কৃতিক আগ্রাসন, জাদুবাস্তবতা, অ্যাবসার্ডিটি অথবা আকাশের ওই নিঃসঙ্গ চাঁদ! বারান্দার টবে ফোঁটা সন্ধ্যামালতীর প্রতিটি পাঁপড়িতে গেঁথে যায় বুলেটবিদ্ধ জানালার ভাঙা অসহায় কাঁচ।

ভাঙার শব্দে মরমরিয়ে ওঠে প্রকৃতি! ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া মহাজাগতিক আরোরার রশ্মিপুঞ্জ ছড়িয়ে পড়ে সাহারা মরুভূমির প্রতিটি বালুকণায়! আলোর নূপুর পায়ে নেচে বেড়ায় মেঘদল। তাদেরও গোমর ভাঙে, কৃষ্ণগহ্বরের বিপুল বিস্ফোরণে।

অথবা ভাঙে নদীর পাড়, ভাঙে নারীর ঘর, ভাঙে সামাজিক ট্যাবু, ভাঙে সুনসান নির্জনতা যান্ত্রিক দানব চিৎকারে, ভাঙে ঘুম, ভাঙে মোহ, ভাঙে ভুল, ভাঙে স্বপ্ন, ভাঙে সম্পর্ক, ভাঙে বৃক্ষ, ভাঙে বিশ্বাস, ভাঙে দেশ, ভাঙে রাজনৈতিক দল, ভাঙে মতাদর্শ, ভাঙে জাতি, ভাঙে পরিবার, চুপি চুপি ভেঙে পড়ে একটা গোটা মানুষ!

নির্ঘুম রাতের তৃতীয় প্রহরে ভেঙে আসে দুচোখের পাতা। ধুলো জমা প্রাচীন বইয়ের পাতার অক্ষরগুলো ঝুরঝুরিয়ে ভেঙে যায় আঙুলের স্পর্শে। রেশমি চুড়ির কাঁচ ভেঙে রক্তাক্ত হয় মধ্যমা আর তর্জনীর মধ্যভাগ। চিনুয়ার কণ্ঠস্বর ভেঙে খান খান হয়ে আঁছড়ে পড়ে ওকোনকোর ঝুলতে থাকা লাশের গায়ে। কড়িকাঠে অন্তর্গত নিষাদের বিষণ্নতা লেপ্টে থাকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ার শঙ্কা নিয়ে।

ভেঙে পড়ে ইউটোপিয়া, চুনিয়া, আর্কেডিয়া, রফিক আজাদ, আবুল হাসান, শহীদুল জহির, মার্কেস, এস্ট্রাগন, ভ্লাদিমির, গডো, রবীন্দ্রনাথের গানের সুর, নাচের তাল, ভাঙে ক্যানভাস, রঙের প্যালেট বক্স, পাঁজরের হাড়; ভাঙে—ভাঙতে ভাঙতে নিঃশেষ হয় তোমার মস্তিষ্কের নিউরন কোষ!

এসইউ/জেআইএম

আরও পড়ুন