ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

রায়হান আহমেদ তামীমের প্রেমের কবিতা

রায়হান আহমেদ তামীম | প্রকাশিত: ০২:০১ পিএম, ২৭ এপ্রিল ২০২৪

পত্র দিও

মাঝরাতে কি ঘুম ভেঙে যায়, একলা লাগে খুব?
কান্না মুছে স্মৃতির পাতায় নিত্য কি দাও ডুব?
না মেলা সেই হিসেবগুলো চাও মেলাতে আজও?
জেনেবুঝেই খুলতে থাকো দুঃখগুলোর ভাঁজও?

হাহাকারে বুক ভারী হয় চোখ ভিজে যায় জলে?
রাত্রি হলেই নামটি লেখাও মনখারাপের দলে?
কাব্য লিখো পাতায় পাতায় কমাও দুঃখের ভার
হলদে খামে পত্র পাঠাও? কার নামেতে, কার?

কাকে ভাবো দুঃখ পেলে? কার আশ্রয় খোঁজো?
অভিমানে যাও হারিয়ে? বন্ধ রাখো ভোজও?
কার কাছে আজ নালিশ জানাও কার পাশেতে বসো?
কার হাতে হাতটি রাখো, কার বুকে নাক ঘঁষো?

আমার কেবল বুকের জমিন স্নাত হয়ে যায় ভিজে!
কোলাহলেও একলা লাগে, শূন্য লাগে কী যে!
হঠাৎ আমায় পড়লে মনে একটু স্মরণ নিও
আমার নামে হলুদ খামে পত্র দিও, পত্র দিও।

****

তুমি

তোমার যখন ভাল্লাগে না
অভিমানে মুখটি করো ভার
আমারও তো বিষাদ জাগে মনে
যায় খুলে যায় বিষণ্ণতার দ্বার।

তোমার যদি লাগে আঘাত ‘টোকার’
আমার লাগে আঘাত ‘একশ কিলের’
কাঁটার আঘাত লাগলে তোমার গায়ে
দগদগে ঘা আঘাত আমার দিলের।

মন খারাপের এমন বাদলা দিনে
কোথায় তুমি মুখ লুকাবে বলো!
তুমি বিহীন দিন কাটে না আমার
বিষণ্ণতায় দুচোখ ছলোছলো।

এসইউ/এমএস

আরও পড়ুন