ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

ওয়ালিদ জামানের কবিতা

তুমি না হয় অন্য কারোই থেকো এবং অন্যান্য

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১২:২৯ পিএম, ১৬ মার্চ ২০২৪

তুমি না হয় অন্য কারোই থেকো

এই জীবনে তুমি না হয় অন্য কারোই থেকো
প্রথম পাওয়া ভালোবাসা আড়াল করেই রেখো
মরচে ধরা দিনগুলোকে চোখের জলে ঢেকো
দীর্ঘ হওয়া দীর্ঘশ্বাসে নিজেই নিজে রুখো।

এই জীবনে তুমি না হয় হলে স্বার্থপর
বাঁধলে না হয় আমায় ফেলে অন্য কারো ঘর
স্রোতে ভাসা নদীর মাঝে জাগিয়ে নতুন চর
দুই পাড়েতেই দেখলে নাকি তুমি জীবনভর!

এই জীবনে তুমি না হয় অতীত ভুলে গেলে
দুঃখের কোলে সুখ জড়িয়ে আঁধার রাত্রি পেলে
রাতের বনে জোনাক আলো ক্ষণে ক্ষণে জ্বেলে
নতুন করে সাজিয়ে নিয়ো পুরোনো প্রদীপ ফেলে!

এই জীবনে তুমি না হয় ভাঙলে আঁধার রাত
নতুন করে ধরলে না হয় অন্য কারো হাত
দেখলে না হয় তারই সাথে ঝলসে থাকা চাঁদ
দহন রেখে এহেন সুখে তোমার সুপ্রভাত!

****

শহর পেল প্রাণ

ফুটলে তুমি বাগান বিলাস
কোন শহরের মাঝে
কাজের ফাঁকে এক অবকাশ
মুগ্ধ তোমার সাজে!

আহারে তুমি ঠাঁয় দাঁড়িয়ে
কী অপূর্ব রূপ
অমন রূপে মন হারিয়ে
বিকেল হলো চুপ!

তাই বসন্ত তোমায় ঘিরে
শহর পেল প্রাণ
ইট পাথরে আসলো ফিরে
কোকিল হারা গান!

বাহারে তুমি রূপের রানি
রূপ ছড়িয়ে গেলে
এ অপরূপ দৃশ্যখানি
আবার যেন মেলে!

****

যে বসন্তে প্রেম রেখেছি তুলে

যে বসন্তে ভালোবেসেছিলে
এ বসন্তের অনেক জন্ম আগে
সকল নিন্দা পায়ে ঠেলেছিলে
আমার নেশায় মাতাল হয়েছিলে!

যে বসন্তে অজস্র ফুল ছিল
এ বসন্তের অনেক জন্ম আগে
শেষ বিকেলে কোকিল ডেকেছিল
কখনো তা আর কি ফিরে এলো!

যে বসন্তে চোখের আড়াল হলে
এ বসন্তের অনেক জন্ম আগে
শেষ বেলাতে হাতটি ধরেছিলে
দীর্ঘ পথ পেরুবার কথা দিয়েছিলে!

যে বসন্তে প্রেম রেখেছি তুলে
এ বসন্তের অনেক জন্ম আগে
শেষ দেখাতে তুমি বলেছিলে
পার যদি আমায় যেও ভুলে!

****

যুগ পেরিয়ে

নামবে যখন তোর শহরে হিম কুয়াশা
ঘরের কোণে আবছা আলো হোক ধোঁয়াশা!

জড়িয়ে নিতে সুখের চাদর গভীর রাতে
চুর হয়ে যায় হৃদয়খানি তোকে পেতে!

হয়তো বলি নয়তো ভুলি মনের কথা
যুগ পেরিয়ে তোকে যে আর হয়নি দেখা!

কে কতটা দুঃখ পেল কে কতটা সুখ
গভীর রাতে কার ভেঙে যায় কষ্টে ভরা বুক!

এসইউ/এমএস

আরও পড়ুন