ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

সলিল মজুমদারের চারটি কবিতা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০৬ মার্চ ২০২৪

১.
গোধূলির
রং মেখে
পাখির ফেরা
দেখো ওই
জাগলো তারা
মাঝে তার মেঘের পাহারা
সত্যি বলছি ভাই,
কোনো কাজের আজ
নেই তাড়া।
চাঁদ
জোসনা
পাতার কাঁপন
হাওয়ার নাচন
পোকা-মাকড়ের বচন-বাচন
এই দেখার জন্যই
হাজার দেড়েক টাকায়
ঘরটা ভাড়া।

২.
কুয়াশারা চাঁদা নিতে
দরজার বাইরে ভিড় করছে...

৩.
একটা আস্ত পাউরুটি
কয়েকটি কামরায় ভাগ হয়ে
ট্রেন হলো
আর সাপের মতো ছুটে চললো...

৪.
চলে যেতেই
এই শহরটি
বলে ওঠে
একটু দাঁড়াও
আমি বলি
যদি
হাতটা বাড়াও...

এসইউ/এএসএম

আরও পড়ুন