অহ নওরোজের দুটি প্রেমের কবিতা
কেবল তোমার পাশে এলে
উড়ে যাওয়ার আগে আনত পাখির মতো শুধু
ফুলের পাহারা দিয়ে সময় কাটাই সারাক্ষণ,
বেগুনি আলোর ভিড়ে হাওয়া সরিয়ে দুটো হাত
দ্রুত প্রসারিত করি; দৃশ্যরা বদলে যেতে থাকে—
কুয়াশার মাংসের ভেতরে গোলাপের কাঁপা চোখ,
অথবা সন্ধ্যার দেহে পৃথিবীর সব কোলাহল
কিংবা ঝলমলে আলো কেবল তোমার পাশে এলে
চোখের পাতার মতো অগুনতিবার বুজে যায়।
****
যখন তোমাকে ভাবি
পৃথিবীর সবখানে বসন্তের বিকেল মানেই
কিছু তারা বিকশিত—স্ফটিকের মতো বুদ আলো,
সন্ধ্যা নামার আগেই খামারশ্রমিকদের চোখে
রোদ্দুরের যাতায়াত—অবিরাম বাতাসে কোমল।
এরপর জোছনায় নিশ্বাসের মতো নড়ে শুধু
প্রকাণ্ড দিগন্ত আর নরম ত্বকের নিচে থাকা
লাল-সুগন্ধি হৃদয়। অথচ তোমাকে ভাবলেই
প্রতিবারই বসন্ত ফিরে আসে খুব সহজেই—
এসইউ/এএসএম