ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

ওয়ালিদ জামানের দুটি ছড়া

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০২:০৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৩

সেদিন ছিল দামি

এই তো সেদিন তোমায় পেতাম
দুঃখ যেতাম ভুলে
অঘাত ভালোবাসা দিতাম
একটু দেখার ছলে!

তুমিও কি দেখতে আমায়
পেতে ভালোবাসা?
দিন পেরিয়ে রাত পেরিয়ে
বাঁধতে অবুঝ আশা!

কেমন ছিল তোমার সেকাল
কেমন ছিলাম আমি?
হয় কি মনে এখন সেদিন
ছিল অনেক দামি!

হয়নি ফিকে আমার কাছে
দিনগুলো আজও
আমার মতো তুমিও কি
দিনগুলোকে খোঁজ!

****

এআই রোগ!

পাগলা তুমি এআই দিয়ে
কেমন ছবি আঁকলা
নিজের বদন বিলিয়ে দিয়ে
ডিজিটালি মাখলা!

ক্ষ্যাপা তোমার আসল ছবি
নকল হলো সব
কেমন যুগে আসলো সবই
তুমুল কলরব!

রংতুলিরা সবই আছে
আঙুল ঘোরে ঠিকই
ক্যানভাসটা এখন মিছে
লোক দেখানো ফাঁকি!

আমিও গেলাম এআই যুগে
তাল মিলিয়ে তাই
দেখি নতুন রোগে ভুগে
সুখের সীমা নাই!

এসইউ/এমএস

আরও পড়ুন