মানিক পালের স্বাধীনতা বিষয়ক কবিতা
বীভৎস সেই দিনগুলো
কোলাহল কেন বাহিরে!
ওসব কীসের শব্দ?
পাড়ার সবাই বলছে কী সব
পথ-ঘাট নাকি স্তব্ধ!
শহরজুড়ে কারফিউ জারি
হায়েনার আনাগোনা,
অস্ত্র হাতে এখানে-ওখানে
দিচ্ছে গিয়ে হানা!
নিচ্ছে ধরে, করছে গুলি
নারী আর পুরুষ কাতারে,
গর্ভের শিশু দেখেনি আলো
মরেছে মায়ের জঠরে!
আমার তখন কাঁচা বয়স
মাত্র ছিল বারো
বুকটা যেন দিবানিশি
কাঁপছে থরোথরো!
ফুটুস-ফাটুস শব্দ শুনে
আঁতকে ওঠে বুক,
মা-বোনের চিৎকার শুনে
ভিজতো দুটি চোখ!
এক সকালে নির্জন মাঠে
বড় রাস্তার মোড়ে,
গাঁয়ের মানুষ হয়েছে জড়ো
কী জানি কাকে ঘিরে!
কৌতূহলে গেলাম ছুটে
সেই সে ভিড়ের কাছে,
চেয়ে দেখি লাল-রক্ত মাখা
রীনা আপু পড়ে আছে!
পাশের গাঁয়ের ইসমত আলী
করতো ডাকাতি-চুরি,
রাজাকারের দলে যোগ দিয়ে
রাতে আনলো মিলিটারি!
রীনা আপুর বাবাকে ধরে
নিয়ে গেল সাথে করে,
মাকে বেঁধে রেখে গেছে ওই
বাহিরে গোয়াল ঘরে!
টেকনাফ থেকে তেঁতুলিয়া ব্যাপী
রক্তের হোলিখেলা,
রক্তখেকোরা বসিয়েছে যেন
বাঙালির লাশের মেলা!
পুড়লো বাড়ি কাতারে কাতারে
ত্রিশ লক্ষ লাশ,
রিক্ত হয়েছে কতো মা-বোন
করেছে সর্বনাশ!
ঘর ছেড়েছে আমার ভাইয়েরা
নিয়েছে অস্ত্র তুলে,
বাজি রাখে প্রাণ, দামালের দল
নাওয়া-খাওয়া সব ভুলে!
মুক্তি সেনা-মিত্র বাহিনী
হানলো আঘাত জোরে
আকাশ বাতাস উঠলো কেঁপে
স্বাধীনতার সুরে-সুরে!
কত লাঞ্ছনা, ত্যাগের-পরে
উড়লো পতাকা আকাশে
বড় ব্যথা পাই, যখন দেখি
স্বাধীনতার স্বাদ ফ্যাকাসে।
****
স্বাধীনতা তোমায় খুঁজি
স্বাধীনতা তোমায় প্রতিদিন খুঁজি
সকাল দুপুর রাত্রিতে
তোমায় খুঁজি জীর্ণ কাঁথায়
রাজপথের ওই ফুটপাতে!
স্বাধীনতা তোমায় প্রতিদিন খুঁজি
দুগ্ধহীনা মার বুকে,
ছিন্ন আঁচল পেতে থাকা
পথের পাশে মুখ ঢেকে!
খুঁজি তোমায় অফিস পাড়ায়
হতাশ বিষাদ দৃষ্টিতে,
ক্ষুব্ধ আগুন নেভে না যে
সিক্ত চোখের বৃষ্টিতে!
স্বাধীনতা তোমায় প্রতিদিন খুঁজি
পথের পাশে ডাস্টবিনে,
আহার নিয়ে চলছে লড়াই
মানুষ কুকুর রাত-দিনে!
স্বাধীনতা তোমায় প্রতিদিন খুঁজি
পথশিশুর ওই বোঁচকাতে,
ভাঙা বোতল, জীর্ণ কাগজ
দুর্গন্ধময় বস্তিতে!
স্বাধীনতা তোমায় প্রতিদিন খুঁজি
হাসপাতালের হিমঘরে,
গাড়ির চাকায় পিষ্ট লাশে
পড়ে থাকা বুক চিরে!
স্বাধীনতা তোমায় প্রতিদিন খুঁজি
ধর্ষিতাদের অশ্রুতে,
কালো হাতের মুঠোয় ধরা
নানা রকম অস্ত্রতে!
স্বাধীনতা তোমায় প্রতিদিন খুঁজি
চলন বলন ভঙ্গিতে,
তোমায় খুঁজি কান পেতে সব
নিত্য নতুন সংগীতে!
স্বাধীনতা তুমি কেমন আছো
দেখতে ভীষণ মন যে চায়,
প্রতিদিন তোমায় দুলতে দেখি
স্বপ্নের ওই পতাকায়।
এসইউ/এএসএম