ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

আনিস ফারদীনের কবিতা

দীর্ঘ প্রতীক্ষার চুম্বন এবং অন্যান্য

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৮:০৯ এএম, ১১ ডিসেম্বর ২০২৩

দীর্ঘ প্রতীক্ষার চুম্বন

অসহিষ্ণু কণ্ঠে ভালোবাসার দ্রোহ
যাপনের অনলে পোড়ে শরীর
কালাকালের লিখনে অমোঘ নিয়তি!

অবরুদ্ধ প্রতিধ্বনিতে সুস্থির স্লোগান
গদগদ ভেজা কণ্ঠে সুভাষণ, আরক্তি
ভাবনার আস্তরণে স্বপ্নের বিচ্ছুরণ।

দীর্ঘ প্রতীক্ষার চুম্বনে ঝরে স্বস্তির বৃষ্টি
পূজারি মনে বয় প্রশান্তির ঝড়ো নিদ্রা
কাক-ভেজা শিশিরে জমে মায়ার মেদ!

কালের চাহনিতে ভাসে সুস্থির প্রতিচ্ছবি
অনাবিল কণ্ঠে বাজে গোপন আলাপন
ভালোবাসার দ্রোহে কাটে বেলা-অবেলা।

****

মৌনতার প্রতিচ্ছবি

ক্ষয়হীন তামার অচল পথে অযুত নিযুত স্বপ্ন
নিঃশ্বাসের অজস্র সবুজ পাহাড় জমে এ বুকে
হৃদয়ের ব্যালকনিতে দাঁড়ায় ব্যঞ্জনার কবিতারা।

বাহারি ফুলের স্নিগ্ধতায় আচ্ছন্ন রঙিন প্রজাপতিরা
তৃষ্ণার্ত ইশারায় অভ্যর্থনার পেয়ালায় ঠোঁটের চুমুক
প্রেমাসক্ত শিশিরের মুগ্ধতায় অবাধ্য যাযাবর প্রেমিক।

নির্মল কুয়াশায় পা ভিজিয়ে নেয় স্বপ্নের পথিক
তরঙ্গের সুস্থির নৌকায় ভর করে এগোয় যতসব স্বপ্ন
সময়ের প্রতিচ্ছবি ধরা দেয় জীবনের পরতে পরতে।

নিয়ন আলোয় স্বপ্নের প্রতিচ্ছবি, জীবনের স্নিগ্ধ গল্প
অলিন্দ নিলয়ের উন্মাদ প্রশ্বাসে, ডাকবাক্সের হলুদ খামে
আঙুলের কারসাজিতে একাকার যেন মৌনতার প্রতিচ্ছবি।

****

প্রতিশ্রুতির নামতা

কী অদ্ভুত, নিষ্ঠুর
হিসেবের সব মায়াজাল
অবেলার হিসেবে সব ভুল ঠেকে
আদুরে ভালোবাসা, স্নেহ-বন্ধন
যাপিত জীবনে বিস্তর কায়-ক্লেশ।

নিমিষে পর হয়ে যায় সব
উদ্ভাসিত পদ্মপাতা ঝলসে যায়
হৃদয় পোড়া বারুদের গন্ধ মেলে
আঙিনায় বিভেদের প্রখর তাপ!

ক্লান্ত আর বিমর্ষ যেন চেনা পথ
বিবর্ণ ঠেকে নিয়ন আলোর সন্ধ্যা
অপলক প্রতীক্ষায় প্রতিশ্রুতির নামতা
তবু অসম্পন্ন থেকে যায় বিস্তর হিসেব।

এসইউ/জেআইএম

আরও পড়ুন