ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

শিকল এবং বিশুদ্ধ আঁধার

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১২:২১ পিএম, ৩০ নভেম্বর ২০২৩

ফেরদৌস জান্নাতুল

শিকল

যেভাবে বলতে চাই
নীরবতা ভেঙে পূর্ণস্বরে
রুদ্ধশ্বাস কেবলই কণ্ঠ চেপে ধরে।
পাশ কেটে শব্দরা মাথা নত করে
আঁধারেরও চোখ আছে
যে চোখে বিশ্ব দেখে
আলোর চোখে চোখ রেখে।
ইচ্ছেরা পরিপুষ্ট হয়ে ওঠে
সময় চলে যায়—
নিয়ম এক অদৃশ্য শিকলের মতো
বন্ধনময়।

****

বিশুদ্ধ আঁধার

ছায়া পড়ে আছে; কেউ নেই
এই বিশুদ্ধ আঁধারে
এসেছে ফাগুন, নীরব শয্যা
অদৃশ্য ছায়ালোকে কেবলই ঘুরে ফেরে
সান্ধ্য প্রণয়ের গন্ধ ছড়ায়
পদ্মপাতার চাদরে।

এসইউ/

আরও পড়ুন