ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

ঠিক কাজ

শায়লা জাবীন | প্রকাশিত: ০২:০০ পিএম, ১৫ নভেম্বর ২০২৩

ঠিক কাজটাই করেছো তুমি কিচ্ছু না দিয়ে আমায়
কতটা উপকার করেছো তুমি নিজেও জানো না তায়
দাগ কাটে না, নানা ব্যস্ততায় দিন কেটে যায় বেশ
জানি না তোমার মন আছে কি না! যাক পুড়ে সব রেশ

ঠিক কাজটাই করেছো তুমি খুব দ্রুত সব সেরে
নষ্ট করোনি সময় তোমার, বাঁচিয়েছো আমারে
যাদের নিয়ে এখন তোমার দিবা নিশি কেটে যায়
দিন ফুরোলে স্বার্থের খেলায় দেখো কে টিকে যায়

ঠিক কাজটাই করেছো তুমি ভয়ঙ্কর কষ্ট দিয়ে
চিনিয়েছো তুমি আসলে কেমন পরিপাটি এক ভ্রমে
কথার পৃষ্ঠে কথা চাপা পরে, লুকায় না বলা কথা
চোখ বুঝলেই ভেসে আসে ছন্নছাড়া সে ব্যথা

ঠিক কাজটাই করেছো তুমি আমায় না ভুলে গিয়ে
মাটির আদল সামনে রেখে কাঠের পুতুলদের গুণে
বলে গেছো কত কথা আর কত শত শত গানে
লৌহ মানবী পৃথিবীর নয় তাই সে ভাবতে জানে

ঠিক কাজটাই করেছো আমায় এক্স ওয়াই না বানিয়ে
আমি তো আছি কন্টক সীমায় নাগাল পাওনি মোরে
মধ্যমা আমি ছিলাম না কখনো, না কখনো হবো...
জন্মেছি যাদের আগলে রাখতে তাদের তো সাথে নিবই!

ইহলোকে নাকি আখলাকের এক ইস্পাত কঠিন ছায়ায়
সুতো ছাড়াই বেঁধেছো আমায় কি বিশ্রী রকম মায়ায়
এই কাজটা একদমই তুমি ঠিক করোনি আদতে
কীভাবে ভুললে আমার আছে মায়ার আঁধার আদি থেকেই।

এমআরএম/এএসএম