ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

ডেকে ডেকে পানিশূন্য হয়ে যাচ্ছি এবং অন্য কবিতা

আবু আফজাল সালেহ | প্রকাশিত: ০৮:১৪ এএম, ০৬ নভেম্বর ২০২৩

ডেকে ডেকে পানিশূন্য হয়ে যাচ্ছি

তোমাকেই ডেকে ডেকে পানিশূন্য হয়ে যাচ্ছি।

তোমার মুখে দেখি বিচ্ছিন্নতা
তোমার মুখে দেখি বিষণ্ণতা।

এখন, কে উদ্ধার করবে আমাকে?

আকাশের বিস্তীর্ণ নীলিমায়
বাতাসের বিস্তৃত অনুরাগে
হ্যাঁ, বলো একটু!

এ খরতাপে
তোমাকেই ডেকে ডেকে পানিশূন্য হয়ে যাচ্ছি
এ মরুভূমিতে একা একা হয়ে যাচ্ছি।

****

পাখি, তুমি ফিরে যেয়ো না

ও পাখি, তুমি ফিরে যেয়ো না
জ্যোৎস্না রাতভরে গান শুনাবে না?

পায়ের নিচে সবুজ ঘাস
সবুজের জগতে তোমার সুর
চাঁদ পাহারা দেবে আমাদের।

কথা দিচ্ছি,
আমি দ্বিগুণ ভালোবাসায় রাখবো তোমাকে
তোমার পালক দিয়ে একটু উষ্ণতা দিয়ো শুধু।

এসো, সাঙ্গু নদীতে একসঙ্গে স্নান করি!

****

বিষণ্ণতায় শুধু তোমাকেই যেন পাই

এ বিষণ্ণতায়, তোমাকেই শুধু
জপে জপে রক্তচক্ষু কোকিল হয়ে যাচ্ছি।

সমুদ্রের নোনাঘ্রাণ পাচ্ছি না
বাতাসে সৌরভ পাচ্ছি না
নদীর ঢেউয়ে নেই ছন্দ
নেই কলতান
তোমার শরীর দিয়ে শুধুই বেরোচ্ছে পচা দুর্গন্ধ।

কারা করেছে তোমার এ সর্বনাশ?

তবুও, তুমিই নিউক্লিয়াস, তুমিই অবলম্বন
আমার শিরা-উপশিরায় শুধুই তুমি।

এসইউ/জেআইএম

আরও পড়ুন