ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পাচ্ছেন ২ লেখক

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৭:১৭ পিএম, ০২ নভেম্বর ২০২৩

২০২৩ সালে ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন দুই লেখক। সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য কথাশিল্পী ইমদাদুল হক মিলন ও নবীন সাহিত্যশ্রেণিতে (অনূর্ধ্ব চল্লিশ) মাহবুব ময়ূখ রিশাদ।

তারা পুরস্কার হিসেবে পাবেন যথাক্রমে ৫ লাখ ও ১ লাখ টাকা। এছাড়া ক্রেস্ট, উত্তরীয় ও সনদপত্র দেওয়া হবে। পাক্ষিক অন্যদিনের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন: ৫ কবি-লেখককে চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার প্রদান

২০১৫ সালে শুরু হয় এ পুরস্কার। সে বছর দুটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিলেন শওকত আলী ও সাদিয়া মাত্জাবীন ইমাম। ২০১৬ সালে হাসান আজিজুল হক ও স্বকৃত নোমান। ২০১৭ সালে জ্যোতিপ্রকাশ দত্ত ও মোজাফ্ফর হোসেন। ২০১৮ সালে রিজিয়া রহমান ও ফাতিমা রুমি।

২০১৯ সালে রাবেয়া খাতুন ও সাদাত হোসাইন। ২০২০ সালে হাসনাত আবদুল হাই ও নাহিদা নাহিদ। ২০২১ সালে সেলিনা হোসেন ও ফাতেমা আবেদীন। ২০২২ সালে আনোয়ারা সৈয়দ হক ও মৌরি মরিয়ম।

এসইউ/জেআইএম

আরও পড়ুন