ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

বীরশ্রেষ্ঠ রউফ কলেজ সাহিত্য ক্লাবের যাত্রা শুরু

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০১:১৯ পিএম, ১৮ অক্টোবর ২০২৩

‘সাহিত্য সমাজের দর্পণ’—স্লোগানকে সামনে রেখে পিলখানার অভ্যন্তরে অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজে সাহিত্য ক্লাবের শুভ উদ্বোধন হয়েছে। ১৭ অক্টোবর দুপুর ১২টায় প্রিন্সিপ্যাল মনিরুজ্জামান মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ লে. কর্নেল আব্দুল জাওয়াদ এইসি। বিশেষ অতিথি ছিলেন ইংরেজি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক মো. আজিজুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক ড. তানজিলা আল মাজী।

ক্লাবের সদস্য ইবনে শাহরিয়ার ও মেহজাবিন ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ক্লাব মডারেটর কবি ও শিক্ষক ফারুক সুমন। তিনি বলেন, ‘বিজিবির তত্ত্বাবধানে পরিচালিত এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকাল থেকেই একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সৃজনশীলতা বিকাশে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠা হলো ‘রউফ কলেজ সাহিত্য ক্লাব’।’

ক্লাবের লোগো উন্মোচনের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন অধ্যক্ষ লে. কর্নেল আব্দুল জাওয়াদ এইসি। তিনি বলেন, ‘এখানে এসে খুব ভালো লাগছে। সাহিত্য ক্লাবের চমৎকার আয়োজন দেখে মুগ্ধ হয়েছি। আশা করি সাহিত্য ক্লাব কলেজের শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে কাজ করবে। তারা বই পড়বে এবং বিভিন্ন বিষয়ে লেখালেখির ব্যাপারে আগ্রহ তৈরি হবে। দেওয়াল পত্রিকা, কলেজ ম্যাগাজিন ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে তারা কাজ করবে। ভবিষ্যতে ক্লাবের যে কোনো প্রয়োজনে আমরা সাহায্য করবো।’

আরও পড়ুন: ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুর রহমান বলেন, ‘সাহিত্য মানবসত্তার একটি অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এমন মহতী উদ্যোগের সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানাই।’

ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে ক্লাবের প্রেসিডেন্ট মেহজাবিন ইসলাম বলেন, ‘আমরা এখন ডিজিটাল ডিভাইসের প্রতি অতিমাত্রায় নির্ভরশীল। এ যন্ত্রনির্ভরতা ও আসক্তি থেকে মুক্তি পেতে সাহিত্যচর্চার বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে বইপড়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এ ক্লাব ভূমিকা রাখবে বলে আশা করি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক আব্দুল আউয়াল মুছুল্লী, সহকারী অধ্যাপক কবি আকমল হোসেন খোকন, শারফুন নাহার খান, আলেফ খান, গ্রন্থাগারিক ও লেখক মাহবুবুল আলম বিপ্লব, প্রভাষক নাজনীন আক্তার, ময়নুল ইসলাম শাহ, সোহানা শারমিন, মাসুদ রানা, শফিক ইসলাম, সোহানা বিলকিছ, ফারজানা বেগ, সিনিয়র শিক্ষক মাহমুদুল হাসান প্রমুখ।

এসইউ/এএসএম

আরও পড়ুন