ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

আরিফ হাসানের চারটি কবিতা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৩

সুখের ঘাট-বন্দর

আমার ঘাটে নৌকা আসে না,
শুকিয়ে গেছে নদী আমার সেই কবে!
আরাম-আয়েশের বালাই নেই এ ঘাটে,
তুমি এখন বন্দরে বন্দরে ঘুরে বেড়াও।
আগে এক শিঙাড়ায় দিন কেটে যেত পলকে।
বন্দরের লাল পানে খুব সুখ বুঝি?
আটকে রেখো ওই বন্দরে।
বাজারের কাঁচামালের দাম খুব বাড়ে-কমে,
তোমার সস্তা মনের মতন।
ইচ্ছে হলে বন্দর ছেড়ে ঘাটে এসো!
পাঁচ টাকার গোল রুটির নিমন্ত্রণ রইলো।
আসবে তো!

****

দ্বিধা

চেয়ারের চার পা, জীবনের দুই
তেলাপোকার আট পা।
এক হাতে শুভ্রতা, অন্য হাতে বীভৎসতা
হেমলকের স্বাদ মিষ্টি
সজারুর আলিঙ্গনে মধুর সুখ।
তোকে মনে করতে পারছি না, ক্ষমা করিস।
অপেক্ষা করিস না...
রানওয়ের মতো জীবন না মনে রাখিস।
একা কেন যেন বসে আছি!
শোন, ভালো থাকিস!
বুদ্ধের চোখে চোখ
বলছি তোর ভালো হোক!

****

অসার অস্তিত্ব

সময়কে সময় দিচ্ছি—
সর্বপ্রাণবাদিতা তা বোঝো!
আমাকে বোঝাও—
ত্রিতত্ত্ববাদ বুঝি আমি।
বেশ, এসো তাহলে সে কথাই থাক;
আমাদের স্থান হোক সামারিতানে।

****

কালো মন

হাতটা ধরে বললেই হয়, কী হয়েছে!
একটা কিছু অবশ্যই—
নইলে অমন স্তম্ভ কেন?
চারিদিকে ছায়া কেন?
হাতটা ধরে বললেই হয়, কী হয়েছে!
কী হয়েছে—কী হয়েছে?

এসইউ/এএসএম

আরও পড়ুন