ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

শাহানাজ শিউলীর কিশোর কবিতা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৩

 

শিশুর জিজ্ঞাসা

মাগো এখন পাই না কেন
খালে-বিলে মাছ?
উজাড় হয়ে যাচ্ছে কোথায়
সবুজ বনের গাছ।

যাচ্ছে কোথায় নদীর পানি?
মাঠ শুকিয়ে খরা,
বর্ষাকালে বাদলহীনে
পুড়ছে কেন ধরা?

বাদল দিনে তপ্ত হাওয়া
কোথা থেকে এলো?
মাটির বুকের শীতল পরশ
কোথায় চলে গেল?

মন খারাপের দিনে এখন
কেমনে ভালো থাকি?
আগের মতো সবুজ করে
সোনার এদেশ রাখি।

হারিয়ে যেতে আর দিয়ো না
আমার সবুজ দেশ,
গাছ লাগিয়ে বাঁচাও ধরা
বাঁচাও পরিবেশ।

এসইউ/এমএস

আরও পড়ুন