ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

আয়শা সাথীর কবিতা: শরৎ ছোঁয়া

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০১:৫০ পিএম, ২৭ আগস্ট ২০২৩

শরৎ এলো, শ্রাবণ গেলো
রোদ-বৃষ্টি নিচ্ছে শোধ,
নতুন দিনে, ক্ষিপ্ত ধ্যানে
শোধে-ক্রোধে মেঘলা রোদ।

তপ্ত ছায়া, শীতল হাওয়া
পূর্ণ হলো ঝিলের জল,
রাখাল বালক, না’য়ের চালক
খুঁজছে দেখো মেঘের দল।

কাশের বনে, ক্লান্ত ক্ষণে
বকের সারি যাচ্ছে বাড়ি,
বিলের জলে শাপলা দোলে
মাছের পোনার লুকোচুরি।

সবুজ ঘাসে, ধানের শীষে
ঢেউয়ের খেলায় মাতে বায়,
এই শরতে শিউলি ফুলের
শুভেচ্ছা জানাই তোমায়!

এসইউ/জেআইএম

আরও পড়ুন