ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

জান্নাতুল নাঈমের গুচ্ছ কবিতা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০২:১৬ পিএম, ০৫ আগস্ট ২০২৩

ফোঁটা ফোঁটা অশ্রু

গভীর রাত
ঝড়ের তাণ্ডবে তোমার শহর
বিদ্যুতের আলো সারা শহরে নেই
অন্ধকারে তোমার ভীষণ মন খারাপ
এই বৃষ্টিতে এক প্রেমিকা জায়নামাজে বসে আছে
তোমাকে জীবনসঙ্গী হিসেবে চেয়ে যাচ্ছে
ফোঁটা ফোঁটা অশ্রু হাত বেয়ে জায়নামাজে পড়ছে
অথচ তুমি ঝড়ে অন্য সব মানুষের জন্য মন খারাপ করো
কখনো কি?
একবার?
সেই প্রেমিকার বুকের ঝড়ে তোমার মন বিধ্বস্ত হয়েছে?

ভীষণ গরম
শহরে বিদ্যুৎ নেই তাই তোমার মন খারাপ
গরম তাই অভুক্ত থেকেই ঘুম ঘুম করছো
অথচ কোনো নারী ঘুমহীন বহুরাত কাটিয়ে দিচ্ছে
বহুকাল তার ঘুম আসছে না
এপাশ থেকে ওপাশ করে ফিরছে
গরমে জীবন অতিষ্ট তাই তোমার মন খারাপ
কখনো কি?
একবার?
তোমার জন্যই মেয়েটির জীবন খরায় কাটবে
তা নিয়ে মন খারাপ করেছো?

****

জগৎ যেন তুমিময়

বেশ কিছুদিন হলো
আমি ক্রমশ তোমার প্রেমে পড়ছি
রাত থেকে দিন
আমার জগৎ যেন তুমিময় হয়ে যাচ্ছে
খাবারের পাতে তোমায় মনে পড়ে
বই, খাতায়, কলমে তোমার নাম লিখে ফেলি
চলার পথে তোমায় ভাবতে ভাবতে হেঁটে চলি
তুমিটা নীল আকাশের নিচে সুন্দর বৃক্ষ
আমি এই বৃক্ষের কাছে বাড়ি করতে চাই
একটু অধিকার দেবে?

বেশ কিছুদিন হলো
আমি ক্রমশ তোমার প্রেমে পড়ছি
দিন থেকে রাত
আমার জগৎ সমস্তটা তোমার দখলে
নির্ঘুম আজকাল ভালো লাগে
ভাবনা, চিন্তা আজকাল আমায় ধরে বসেছে
তোমার ছবি পানে দিনরাত কাটাই
তুমি যেন একটি সুন্দর চালতা ফুল
আমি এই ফুলটুকু ছুঁয়ে দেখতে চাই
একটু অধিকার দেবে?

****

বন্ধুর পথ

কোথাও কিছু নেই
বন্ধু নেই, সজ্জন নেই
যা কিচ্ছু দেখছি; তা কেবলই সময়ের স্রোত
যাদের আপন বলে ভেবে নিই; তা-ই পর
সব যেন বসন্তের পাখি
সুখের শেষে সবাই ফিরে যায়।

কোথাও নিজের বলে কিছু নেই
যা কিছুকে হাতের মুঠো ধরে নিই
একদিন তাই মুঠো থেকে চলে যায়
বন্ধু বলে যা কিছু, যা কিছু জানি
চেয়ে দেখি সেটাও বন্ধুর পথ।

কোথায় যাবো?
কাকে বন্ধু শুধাবো?
কাকে নিজের বলে জানবো?
যেখানেই তাকাই; সেখানেই অভিনয়শিল্পী।

এসইউ/এমএস

আরও পড়ুন