ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

শাহানাজ শিউলীর দুটি কিশোর কবিতা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৮:০৪ এএম, ০২ আগস্ট ২০২৩

ইচ্ছে

ইচ্ছে করে ডানা মেলে পাখির মতো উড়তে,
সাগরতলের সবুজ বনে মাছ হয়ে ঘুরতে।
ইচ্ছা করে ফসল হয়ে মাঠটা ভরে থাকতে,
আকাশ হয়ে মায়ের মতো সবার বুকে রাখতে।

ইচ্ছে করে মেঘ হয়ে নীল আকাশে ভাসতে
বাবার বুকের কষ্টগুলো মুছে দিয়ে হাসতে।
ইচ্ছে করে লতার মতো দেশটা মায়ায় বাঁধতে,
সবার দুঃখে দুঃখী হয়ে আপন মনে কাঁদতে।

ইচ্ছে করে রবি হয়ে আঁধারগুলো ঢাকতে
গাছ হয়ে শীতল বাতাস অঙ্গভরে মাখতে।
ইচ্ছে করে ফুলে-ফলে সবুজ দিয়ে সাজতে,
দেশের মাটি বক্ষে ধরে গর্ব করে বাঁচতে।

****

এসো গাছ লাগাই

মাঠফাটা ওই তপ্ত খরায়
শুকায় যেন শুষ্ক গলা,
শূন্য উদক বৃষ্টিহীনে
নোনাঘামে পথটি চলা।

পুড়ছে দেহের ভেতর-বাহির
ভ্যাপসা গরম অগ্নিবায়ু,
বৃক্ষহীনে ফাটছে মাটি
যাচ্ছে কমে জীবন আয়ু।

পশু-পাখি, নদী-নালা
বাঁচুক আবার সবুজ ঘিরে,
শীতল বায়ু, শীতল মাটি
আবার আসুক ধরায় ফিরে।

পরিবেশের ভারসাম্য
রক্ষা করি লাগাই গাছ,
বাঁচতে হলে এসো সবাই
সবুজ বনের করি চাষ।

এসইউ/এমএস

আরও পড়ুন