ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

আনিস ফারদীনের যুগল কবিতা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৮:২১ এএম, ২৯ জুলাই ২০২৩

ব্যঞ্জনার কবিতা এবং তুমি

মাদকতার মুগ্ধতায় ঝরে চলে বৃষ্টি
ক্ষয়হীন প্রেমের অচল পথ ভাসিয়ে দেয়;
নিঃশ্বাসের পাহাড় জমে এই বুকে
আমার বেলকনিতে দাঁড়ায় ব্যঞ্জনার কবিতারা।

নৈঃশব্দের স্মৃতিগুলো এসে দাঁড়ায় সামনে
হাত বাড়িয়ে ভিজে যাই সেই বৃষ্টিতে;
আনমন আলাপনের ভিড়ে এসে যায় কেউ
বকুল ভিজে যায় গন্ধ বিলিয়ে।

এলোমেলো চুলে খাপছাড়া মেহেদি হাত
আবেগের সর্পিল স্রোতে ভেসে যায় রোজ;
না বলা কথায় অজস্র উপমা
বৃষ্টি ঝরে আনমনে কবিতার গন্তব্যে!

****

যাযাবরের পথ

ভুলগুলো জাপটে ধরে, এলোমেলো হয় সব
ইচ্ছেরা বন্দি হয়ে পড়ে ঘোর অমানিশায়;
শূন্যে ভেসে যায় যতসব চাওয়া-পাওয়া
নিদারুণ ব্যথায় বিদীর্ণ যেন বিষণ্ন হৃদয়।

যাযাবরের পথ হয়ে ওঠে অগত্যা স্তিমিত যাত্রা
কালের খেয়ালে মরে যায় যতসব ইচ্ছেরা;
ব্রাকেটবন্দি হয়ে হতাশায় মরে যায় সব
ভুলে ভুলে চলে জীবন, বাড়ে দেনা ভুল পথে।

আলো অস্ত যায়, আঁধারে ঢেকে যায় বিস্তর
খেয়াঘাটের খেয়া ছেড়ে যায় একা ফেলে;
ব্যস্ত শহরের অচেনা গলিতে থামে দুই পা
শুধু থেকে যায় দীর্ঘশ্বাস, যা পুড়ে যায় অবিরত।

এসইউ/এমএস

আরও পড়ুন