মোরশেদুল ইসলামের গুচ্ছ কবিতা
ক্রনিক ডিজিজ
ইচ্ছাগুলো উড়ে যায়, আকাশের মেঘ কাঁদে;
কত নিঃসঙ্গ রাত হয়েছে দিন! প্রিয় পাখি,
আমি শেষ অবধি তোমার খিদমত করতে চাই
স্বপ্নগুলো গল্প হয়ে যায় যেন মৃত্যুর রূপক
কাকে দোষ দেবো আর কাকে মুক্তি?
ভালোবাসা সে তো এক ক্রনিক ডিজিজ
দুঃস্বপ্ন অভয়ারণ্যে আমি হাঁটু গেড়ে বসি
তোমার ছোঁয়ায় বাড়ে আমার শরীরের তাপমাত্রা
প্রিয় যে পাখি সে কি পথ হারায়?
অসীম আকাশে দুইটি পাখি, উদাসীন
প্রচণ্ড ক্ষুধায়; ভাষা নেই মুখে, শুধু চোখাচোখি।
****
কঠিন সময়
যা কিছু মহান ছিল, গৌরবের ছিল
ছিল মনুষ্যত্বের প্রতিমা
সবকিছুর সামান্য কিছু আছে আজ
এই কঠিন সময়ে
চক্ষুহীন, ঠোঁটহীন, মনহীন পেটোয়া পুতুলরা
কাজ করে, কথা বলে, দেখে
এবং তাদের মাঝে
মানুষেরা পথ হারিয়েছে
রংধনু হারিয়েছে তার সমস্ত রং
ছিঁড়ে যাওয়া গামছায় কিছুটা বিরক্তির সাথে
নাক-মুখ ঢাকে এক তরুণ ভিক্ষুক
সে-ও গন্ধ পায় পুতুলের অজ্ঞতায়
হ্যাঁ, আজ এক কঠিন সময়!
****
অনুভূতি
যারা মাঝে মাঝে একাকিত্ব উপভোগ করে
আমি সেইসব রসিকদের একজন
সবকিছু ছিনতাই হয়ে যাক
কথারা হারিয়ে যাক
বন্ধ ঠোঁটেও কত কথা বলা যায়, যায় না?
আনন্দ দিয়ে যায় এক উড়ন্ত চিল
সাদা মেঘের আঁচল টুটা
ঠোঁটহীন পাতাদের কী শনশন আওয়াজ
অনুভূতির বৃষ্টি হয়, ঝরে
গভীরতম অনুভূতি নিভৃতেই জ্বলে ওঠে
দেখা দেয় চাঁদের মতো। নীরব আকাশে।
****
কেঁচোর স্তুতি
চারপাশের জীবনে এতটা নিবিষ্ট হতে পারিনি
আকাশের তারামাখা মুখের প্রশংসা করতে
পরিষ্কার রাতে তার পানে তাকাইনি কখনো
কিন্তু যে ধরায় বাস করি
তার জন্য আমি আরও বেশি মুগ্ধ
কেঁচোর অদেখা পরিশ্রম
উর্বরতা বয়ে আনে প্রতি ইঞ্চি মাঠে
তাদের আলতো দেহের চলাচলে
দোআঁশের বাঁকে বাঁকে রগের মতো সুড়ঙ্গ
তবু তারা ক্লান্ত নয়
পাথরের প্রাচীরকে দুর্বল করে
মাটির বুকে বয়ে আনে ফুল ও ফসলের বন্যা
সময়ের পাতায় তাদের নামধাম লেখা থাকে না
অথচ তাদের কাজই
আমাদের টিকিয়ে থাকতে সাহায্য করে!
তাদের শ্রম ও সাধনাকে খাটো করে দেখে যারা
তাদের সাথে বিরক্ত হয়ে লাভ নেই
কারণ তারা তো সচেতন নয়
তারা মূর্খ, ছোট মনের এক প্রজাতি
তবু নিজেদের বড় মনে করে তারা
আকাশের দূরবর্তী তারাদের স্তুতি করে দ্রুত,
আর বিপরীতে, কাছাকাছি আছে যারা
তাদের বেলা শীতল, শশব্যস্ত
ঘাসেদের মাথা পিষে দিয়ে যায়।
****
সীমাহীন শূন্যতায়
না তোমার সাথে, না তোমাকে ছাড়া
নিঃস্ব হয়ে আজ বাঁচা দায়।
কী মিলন কী বিচ্ছেদ সবই অসম্ভব আজ
কোনো কারণ ছাড়াই অসম্ভব!
সুখের স্বপ্নে বিভোর ছিল পাখি
তোমার কী দোষ? অথবা আমার?
তবু আজ আমিহীন তুমি,
তুমিহীন আমি উড়ে চলি।
সময় যখন ঠান্ডা করে দেবে সব
বিরাম আমাদের হৃদয়ে
অন্য কাহারো প্রেমে খুঁজব সান্ত্বনা
তখনই বোঝা যাবে হারিয়েছি কী আমি!
চারিদিকে জড়িয়ে ধরবে একদিন
সীমাহীন শূন্যতায়
চোখের পলকে সব অর্থহীন
তখনই বোঝা যাবে হারিয়েছ কী তুমি!
এসইউ/জেআইএম