ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

ওয়ালিদ জামানের যুগল কবিতা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১৫ জুলাই ২০২৩

কেন ছিল ভালোবাসা অমন আদরমাখা?

আমার ধুলো পরা শার্টে
তোমার গায়ের গন্ধ হাটে
কাল হয়েছে তোমার সাথে শেষ বিকেলের দেখা
কেন ছিল ভালোবাসা অমন আদরমাখা?

আমার ঘামে ভেজা হাতে
তোমার নরম হাতটি রেখে
মন হারানোর দিনে রৌদ্র-দুপুর খাঁ খাঁ
কেন ছিল ভালোবাসা অমন আদরমাখা?

আমার কালো সানগ্লাসে
তোমার তীক্ষ্ণ দৃষ্টি দেখে
বুঝে নিলাম কতখানি আবেগ বুকে রাখা
কেন ছিল ভালোবাসা অমন আদরমাখা?

আমার রুক্ষ্ণ কালো চুলে
তোমার আঙুল আদর খেলে
দহন ঝরা দিনে তোমার কাছে শেখা
কেন ছিল ভালোবাসা অমন আদরমাখা?

****

স্বপ্ন বাহন

জ্বালিয়ে যাবে অগ্নি দহন
জড়িয়ে থাকা বুকে
হোক না আমার দগ্ধ জীবন
তুমি থাকো সুখে।

পুড়িয়ে দেয়া প্রেমের সহন
পড়িয়ে দেয়া দুঃখে
হোক না আমার কাব্য কাহন
রক্ত ঝরা শোকে।

হারিয়ে ভালোবাসা যখন
তাড়িয়ে বেড়ায় চোখে
হোক না আমার স্বপ্ন বাহন
তোমায় স্বপ্ন দেখে।

সাড়িয়ে দেয়া স্বপ্ন রোপণ
সরিয়ে ফেলা তাকে
হোক না আমার দূর আলাপন
ব্যর্থ প্রেমেই থেকে।

এসইউ/

আরও পড়ুন