বাড়ি ছেড়ে চলে যাবো
১.
বাড়ি ছেড়ে চলে যাবো।
এ কথা ভাবতেই—
নিঃশব্দে ঝরে পড়ে সমস্ত সাদা নিম ফুল!
তখন—
বাড়ির উঠোনজুড়ে
এক গাঢ় বিমর্ষতা;
আমার মা!
২.
চলে যেতে যেতে, শুনি—
ফেলে আসা পথ তুলছে কোরাস—
‘যেও না!’
আর খানিকটা দূরে
একটা মেহগনি গাছ ধরে
চুপচাপ দাঁড়িয়ে আছেন মা।
যার চোখের নিচে কাঁপে—
পৃথিবীর সমস্ত ছায়া!
এসইউ/এমএস