ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

বর্ষা এলে গাঁয়ে

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১২:২৮ পিএম, ০২ জুলাই ২০২৩

আব্দুল্লাহ নাজিম আল-মামুন

বর্ষা এলে গাঁয়ে
ফোটে ফুল
জলে ডোবায় কর্ণফুলীর কূল।
বর্ষা এলে গাঁয়ে
ছোটে কিশোর দল
পায়ে ফুটবল।

বর্ষা এলে গাঁয়ে
ফিরে সজিবতা
ধুয়ে যায় মলিনতা।
বর্ষা এলে গাঁয়ে
মায়ের মুখে কবিতা
বুকে বাঁধে মমতা।

বর্ষা এলে গাঁয়ে
চড়ুই গায় গান
ছড়ায় বেলি ফুলের ঘ্রাণ।
বর্ষা এলে গাঁয়ে
চলে যায় ম্লান
ফেরে প্রকৃতির প্রাণ।

এসইউ/এমএস

আরও পড়ুন