ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

এটা ক্ষীণকণ্ঠ নয় এবং অন্য কবিতা

আবু আফজাল সালেহ | প্রকাশিত: ০৯:০৯ এএম, ২৮ জুন ২০২৩

এটা ক্ষীণকণ্ঠ নয়

এটা ক্ষীণকণ্ঠ নয়—
ভুল পড়লে স্ফুলিঙ্গ হবে
অবহেলা করলে সর্বনাশ হবে।
এটা ক্ষুদিরাম বসুর কণ্ঠ, এটা আশালতা সেনের কণ্ঠ
এ-কণ্ঠে নজরুলের তেজ, অগ্নিঝরা মার্চের সুর মিশে—
ছড়িয়ে পড়ছে শহরে গ্রামে লোকালয়ে।

বেলা বোস জানে না,
এ-কণ্ঠ কষ্টার্জিত লাল-সবুজের
আঁধার ছাড়াবার, কালো তাড়াবার।

এ-কণ্ঠ ভুল শুনলে শকুন জড়ো হবে।

****

কবি ও জুনের বৃষ্টি

জুনের বৃষ্টি নতুন জীবন দেয় ঘাসের, সবুজের
জুনের বৃষ্টিতে অক্সিজেন বেশি থাকে
কার্বন-ডাই-অক্সাইড চুষে নেয় বায়ুস্তর থেকে।

সমাজে একজন কবি জুনের বৃষ্টি।

****

আগুন ছেড়ে রক্ত কিনেছি

আগুন ছেড়ে এসেছি তোমার কাছে।

তোমার ঠোঁটে রক্ত
তোমার মুখে রক্ত, নাকেও রক্ত
রক্ত দিয়ে মগজ লিখেছ।

রক্তজবা ভেবে তোমার মাথা নিয়েছি।

এসইউ/এএসএম

আরও পড়ুন