ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

তাজুল ইসলামের দুটি কবিতা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৮:৪০ এএম, ১০ জুন ২০২৩

দুই অন্তর

যে কথা বলতে চেয়ে
আর কখনো হয়নি বলা
যে চোখে তাকিয়ে ছিলে
সেই চোখ জুড়ানো ভ্রু দুটি
আর কখনো হয়নি আঁকা।
যে পথে হাঁটতে চেয়েছিলেম
সেই পথে আর কখনো হয়নি হাঁটা
তবুও পথ চেয়েছিলেম
যদি কোনো ফাগুন আসে
আমি আমার বাঁশিতে সুর তুলতাম!
সেই বাঁশি আর কখনো হয়নি বাজা।
আজও সেই হৃদয়ের বাঁশি বাজে
স্মৃতির স্মারক হয় শক্ত।
সেই না বলা কথা,
সেই হৃদয় ব্যথা
আজও বেঁচে আছে
যেন দুর্বা ঘাসের মতো।
তবুও মনে হয় পৃথিবীর অভিন্ন পথে
দুই জনে হাঁটছি অন্তরে অন্তরে হাত ধরে।
ছিন্ন হয়নি হৃদয় ছোঁয়া বাঁধন
যেন নাড়ির টানে
আজও আমি এই আছি
তোমার কাছাকাছি।
খুশিতে অন্তরে বিদ্যুৎ চমকায়
বেদনা কাতর মনে ঝড় ওঠে
আরও জোরে বৃষ্টি নামুক
দুজনেই গাইবো সৃষ্টির নতুন কোনো গান।

****

হৃদয় ছুঁয়ে যায়

হৃদয় ছুঁয়ে দেয় জোছনা রাত
খণ্ড খণ্ড মেঘে ঢেকে যায় চাঁদ।
বাঁশ-ঝাড় বেয়ে-
আমি হাঁটি রাতের মেঠোপথ।
চলতে চলতে একা
উঁকি মারি আকাশে,
ঢেকে যায় চাঁদ লতায়-পাতায়
যেন লুকোচুরি খেলে সে।
আমি হাঁটলে চাঁদও হাঁটে
যদি থামি, সেও থামে।
চাঁদ আমার ভাবনায় নতুন আশা জাগায়।
বুঝে গেছি ওই চাঁদ-
তার হৃদয় দিয়েছে আমায়।
একটু একটু করে-
বসলাম চাঁদের জোছনায়
নির্জন অরণ্যে গাছের গোড়ায়
গোপন দুঃখগুলো আজ বলবো তোমায়।
কখনো আনন্দে বিমোহিত হয় আমারও হৃদয়।
আরও পুলকিত হই কবিতার খাতায়
যেন হারিয়ে যাই, খুঁজে পাই আমাকে।
চাঁদের কিরণ ছুঁয়ে দেয় নতুন ঠিকানা
খণ্ড জীবনের গল্প গাথায়।
চাঁদের জোছনা ছুঁয়ে দিলো আমার হৃদয়।

এসইউ/এএসএম

আরও পড়ুন