ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

অভিমানের পাহাড় এবং অন্য কবিতা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০১:২৪ পিএম, ০৪ জুন ২০২৩

আনিস ফারদীন

অভিমানের বিউগল সুর বাজে চারদিক
অভিমানে টইটুম্বুর হয়ে ওঠে মগজ;
না বলা কথা জমে হাতখরচের খাতায়
দূরত্বটা ক্রমেই হয়ে যায় যেন সহজ।

কানাকড়ির হিসেবে আগ বাড়ায় ক্রমশ
সামনে ঠেকে রাজ্যের এক বিরক্তি;
স্মৃতি ধুয়ে মুছে বাড়ে অভিমানী রেশ
মুছে যায় যত সব বন্দনা, আরতি।

সামনে জমে বিরোধের বিস্তৃত পাহাড়
ভেঙে যায় যত সব স্মৃতির মিনার;
হৃদ্যতার গল্প নিমিষেই যেন দূরে হারায়
সময়ের প্রহসনে ভাঙে হৃদয়ের কিনার।

****

উদাসী মায়ার রুপালি দুপুর

এলোমেলো দিন, সামনে অচিন
স্বপ্নরা যেন থাকে পথ পাহারায়;
আনমনে মন, গেয়ে যায় গান
জমা হয় তারা স্মৃতির পাতায়।

ভুলে ভুলে ফুল, ইশারায় আঙুল
হৃদয়ের মাঝে যেন হৃদয় হারায়;
মনে মেলে মন, ছুঁয়ে প্রতিক্ষণ
হৃদয় গাঁথে অকৃত্রিম এক মায়ায়।

অনুভব যেন বাড়ে, পাগলা হাওয়ায়
গিটারের সুর, কোনো রুপালি দুপুর;
সবটুকু ভুল হয়ে ওঠে মায়াবী ফুল
মনে ছুঁয়ে মন, এক উদাসী মায়ায়।

এসইউ/এমএস

আরও পড়ুন