ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

চারটি অণু কবিতা

সাজেদুর আবেদীন শান্ত | প্রকাশিত: ০১:২৯ পিএম, ২৪ মে ২০২৩

ক্রীতদাস

শুধু তুমিই জানো—
কেন আমি জেগে থাকি,
ঘুমের মধ্যে তোমায় দেখি।

কেন, কেন—
নষ্ট মগজে করি তোমার চাষ,
কেন আমি শুধু, শুধুই তোমার ক্রীতদাস!

****

উপেক্ষা

তুমি চলে গেলে
ফিরে যায় সন্ধ্যা
ঘনিয়ে আসে
নিকষ কালো রাত

রাতের পর ভোর আসে
ছোট নদীর বাঁকে
মন নাও ছুটে চলে
কথা বলার ফাঁকে

শুধু তুমিই ফিরলে না
উপেক্ষা করে
চলে গেলে
আমাকে ছুঁড়ে ফেলে।

****

নরক

নরকে ফোটা ফুল তুমি
কিনেছি তোমায় পাপে,
মরেছি তোমায় ভালোবেসে
অজানা এক উত্তাপে।

****

হৃদয়হানী

আমি জানি
আমি জানি
তুমি কতখানি
করেছো আমার
হৃদয়হানী।

এসইউ/এমএস

আরও পড়ুন