ভালোবাসা এবং অন্য কবিতা
আব্দুল্লাহ জুবায়ের
ভালোবাসা
প্রেয়সী, ভালোবাসা বড্ড ভারী।
অধিকাংশই এর ভার সইতে পারে না।
ভালোবাসা পাখির ন্যায় দুরন্ত,
পোষ মানাতে বেশ বেগ পেতে হয়।
ভালোবাসা সামুদ্রিক ঢেউয়ের ন্যায় চলন্ত,
ক্ষণে ক্ষণে এসে হৃদয়ে উষ্ণতা ছড়ায়;
আবার ভয়েরও জন্ম দেয়।
ভালোবাসা কালবৈশাখী ঝড়, কালো মেঘ জমে আসে।
আশাগুলোকে দুমড়েমুচড়ে দেয় নিমিষেই।
ভালোবাসা তেতো নিমপাতার ন্যায়,
বিশ্বাসের সঙ্গে চোখ বন্ধ করে হজম করতে হয়;
ভালো সমাধানের প্রত্যাশায়।
ভালোবাসা নাটাইযুক্ত ঘুড়ি,
অসিম আকাশে মুক্ত বাতাসে উড়ে বেড়ায়;
ধরে রাখলে ফিরে আসে- না হলে হারিয়ে যায়।
****
তুমি আমি আর সময়
নতুন ভোরে আপন করে ডাকবো আমার কাছে,
অল্প করে গল্প হবে তোমার আমার মাঝে।
ভেজা চুলে দেখবো আমি বসবে পাশে তুমি,
চায়ের কাপে চিনির মাপে থাকুক কম বেশি।
টাইটা বেঁধে হাসিমুখে বলবে অফিস যেতে,
কাজের মাঝে হঠাৎ হঠাৎ পড়বে তোমায় মনে।
অফিস দূরে লাঞ্চ ব্রেকে খাচ্ছি হোটেল থেকে,
তোমার হাতের ডিম কোরমা মিস করেছি বটে।
ক্লান্ত আমি শান্ত হয়ে ফিরবো তোমার কাছে,
দৌড়ে এসে জাপটে ধরে আমায় নেবে ঘরে।
পেরিয়ে সন্ধ্যা ছাদবারান্দায় থাকবো আমরা,
তাকিয়ে দেখবো আকাশজুড়ে হাসছে হাজার তারা।
অবসরে আমার লেখা ছন্দবিহীন কবিতা
ভালোবেসে করবে পাঠ, পাবে তাই পূর্ণতা।
এমনি করে জনম ভরে থাকবে আমার হয়ে,
পরজন্মেও আপন করে চাইবো তোমায় কাছে।
****
তুমি
সোনালি রোদ্দুর নতুন ভোর
তোমাকে চাওয়াতে আমি বিভোর
শেষ বিকেলের গোধূলিবেলায়
অন্ধকারে আলো তোমার রূপধারায়।
জানি তোমাতেই সব সুখ, নয় সাগর হিমালয়।
তুমি অপরূপ সুন্দর আমার মৃত্তিকায়।
পুষ্প কোমল তোমার ঠোঁটে
শুভ্র ছড়াও কালো কেশে
নয়নজুড়ে মায়ার জাল
নূপুর পায়ে জুড়াও হৃদয়।
তুমি আমার স্বপ্নরানি, যেথায় তৃষ্ণা মিটাই।
ভালোবাসার রঙিন শহর তোমাতেই রাঙাই।
যেমন করে আমার হয়ে
আসলে তুমি এই জনমে
তেমনি করে আমায় তুমি
পরজন্মে রেখো তোমার করে।
তোমার ছোঁয়ায় হারায় মন
অসীম প্রাপ্তির তৃপ্ততায়
তোমার আমিটা কারো কেউ নয়,
তোমার হয়েই থাকতে চায়।
এসইউ/এমএস