ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

ঈদে শিশু-কিশোরদের বই উপহার

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০১:১৭ পিএম, ২৫ এপ্রিল ২০২৩

প্রতি বছরের মতো মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদের দিন শিশু-কিশোরদের নতুন বই উপহার দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ২২টি ঈদে বই উপহার দিয়েছে। ঈদের সালামি হিসেবে শিশুদের বাড়তি আনন্দ দিতেই বই দেওয়া হয়।

২২ এপ্রিল ঈদুল ফিতরের দিন দুপুরে চাঁদপুর সদর উপজেলার নানুপুর গ্রামের গাজী বাড়িতে শিশু-কিশোরদের হাতে বই তুলে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের শুরু হয়।

শিশুসাহিত্যিক ফারুক হোসেন, শিশুসাহিত্যিক-প্রকাশক মামুন সারওয়ার ও শিশুসাহিত্যিক-প্রকাশক নাফে নজরুল বই দিয়ে এবারের কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। বরাবরের মতো উপহার দেওয়া বইয়ের মধ্যে ছিল ছড়া, কবিতা, গল্প, মুক্তিযুদ্ধ, পাখি-প্রকৃতি, শিশুতোষ ম্যাগাজিন ও সাধারণ জ্ঞানের বই।

আরও পড়ুন: হাউজ অব লর্ডসে বাংলাদেশি বইয়ের প্রকাশনা উৎসব

শিশু-কিশোরদের হাতে বই তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, লেখক ও গবেষক গাজী মুনছুর আজিজ। ঈদের দিন নতুন বই পেয়ে শিশু-কিশোররা আনন্দ প্রকাশ করে।

২০০১ সালে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনের উদ্যোগে পাঠাগার পরিচালনা, বৃক্ষ রোপণ, পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন, শিক্ষাবৃত্তি প্রদান, ইলিশ আড্ডা, ঈদ উৎসব ছড়া ম্যাগাজিন প্রকাশসহ নানা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

গাজী মুনছুর আজিজ বলেন, ‘পাঠ্যবইয়ের পাশাপাশি শিশু-কিশোরদের সৃজনশীল বই পাঠে আগ্রহী করে তুলতে আমাদের এ কার্যক্রম। ঈদসহ উৎসব-পার্বণে বড়রা শিশু-কিশোরদের বই উপহার দেবেন, যাতে তারা সৃজনশীল বই পাঠে আগ্রহী হয়। এবারও আমাদের কার্যক্রমে অনেকে সম্পৃক্ত ছিলেন। তাদের প্রতি কৃতজ্ঞতা।’

এসইউ/এমএস

আরও পড়ুন