ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

এমন রাত্রী এলে

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০১:২৬ পিএম, ১৫ এপ্রিল ২০২৩

নাজিম আল-মামুন

এখানে কোনো পর্দা নেই
আছে শুধু খোলা জানালা,
চাঁদের কিরণ আর জগতের আদিম স্বর্গীয় সুখ।

এমন রাত্রী এলে—
নিশ্চুপ মধ্যরাতের দুনিয়ায়
নির্ঘুম চোখ বুঝে আমি কাটিয়ে দিই
পুরো একটা স্বপ্নের রাত।
আহা! এ রাতের জন্য আমার কত ধৈর্য ধরা—
কত অপেক্ষা।

এমন রাত্রী এলে—
অবশ্যই, আমার রাত কাটে না
প্রেমিকার সাথে পাশাপাশি বসে কথা বলে,
ল্যান্ডফোনে কিংবা মুঠোফোনে খোশগল্প করে।
চাঁদের দিকে চেয়ে
আমি আঁকি ‘জ্যোর্তিময় এক সৌরভমাখা ফুল’।
মুখফুলের সৌরভে আমার পুরো গৃহে-
উঠোনজুড়ে সুখের বন্যা বয়
অবিরাম খুশবুধারার স্রোতে।

এমন রাত্রী এলে—
জগতের আদিম স্বর্গীয় সুখ হেলে দুলে
আমার মনপ্রাণে-পরমানন্দে।

*

এমন রাত্রী এলে

নির্জনতা নেমে আসে
কোলাহল জগতের বুকে
ক্লান্ত শরীর স্বস্তি নিয়ে
ঘুমিয়ে পড়ে।

এমন রাত্রী এলে

শোনা যায় মৃদুসুরে
মা’বুদের আশেক নির্ঘুমে পাঠ করে
পবিত্র কোরআন।
জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করে।
হাত তোলে প্রার্থনা করে
দু’ নয়নের অশ্রু ঝেড়ে।

এমন রাত্রী এলে

কোকিলের কুহু কুহু ডাক শোনা যায়
পবিত্রময় শেষরাতে
যখন মা’বুদ প্রথম আকাশে নেমে আসে।

*

এমন রাত্রী এলে

কখনো আমার তপস্বী হয়ে যেতে মন চায়
সহস্র বৎসর ধরে—

ইয়া ইলাহ!
সিজদায় নত হয়; আপনার শুকরিয়ায়।
আমার মুখ থেকে সকল শব্দ
সুবাহানা রাব্বিয়াল আ’লা
হয়ে ঝরে পড়ে।

এসইউ/এএসএম

আরও পড়ুন