ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

বোশেখে অগ্নিস্নান শেষে এবং অন্য কবিতা

আবু আফজাল সালেহ | প্রকাশিত: ১১:৩৪ এএম, ১২ এপ্রিল ২০২৩

বোশেখে অগ্নিস্নান শেষে

বোসো সখা, আমার অন্তরে
বোশেখ দুপুরে অগ্নিস্নান শেষে।
পুরাতন হিসাব-নিকাশ চুকিয়ে
খুলি হালখাতা
যেখানে থাকবে শুধুই সবুজ কালির লেখা।

মেমরিতে থাক শুধুই সুখের স্মৃতিগুলো
থাকুক কাদামাটির হাত।

****

অগ্নিপাত

অগ্নিপাত এ ধরায়। কী যে অগ্নিপাত!
যৌবনের সূর্যের দাপট
সাদা রঙের উত্তাপ।
গরম গরম! চিল্লাতে চিল্লাতে
দৌড়াদৌড়ি সমুদ্রের দিকে
ঠান্ডাস্পর্শের জন্য
কিন্তু নোনাগন্ধ লাগে নাকে, শরীরে।

সমুদ্রের নোনাজল নোনাহীন করে তোমার দুটি পা।
তুমি থাকলে, দৌড়াতে ক্লান্তি নেই আমার।

****

খুলে যাচ্ছে আরেকটি পাতা

খুলে যাচ্ছে আরেকটি পাতা
পুরাতন সময় ঘুরে নতুন সময়ে।
এ-পাতা ভরে উঠুক সবুজ রঙে
কিংবা সাদা বা রক্তজবা রঙে।

চোখ মেলে তাকাই চারপাশে
যারা ঘৃণা করে তাদের জন্য ক্ষমা
যারা ভালোবাসে তাদের জন্য প্রার্থনা।

এসইউ/এএসএম

আরও পড়ুন