ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

সৌমেন্দ্র গোস্বামীর গুচ্ছ কবিতা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১২:৪০ পিএম, ২৯ মার্চ ২০২৩

কঠিনের প্রতিধ্বনি

তার শব্দদূষণে
মেঘের বিদ্যুৎ নেমে আসে চোখে
কতকাল হয় জাদুর প্যাকেট রেখেছি তুলে
ব্যালকনির পথটুকু পথের পাতাটন ভেবে
দিন যাচ্ছে চলে
কত সংশয়-সমস্যা জীবনে
কী অসহায়ত্ব ধরে ল্যাপটপের আলোয় লিখেছি
সরঞ্জিনী কাব্য
সে কি জানে; পৃথিবীতে বাবা-মায়ের পর
বোনের টুকু রেখে
আর নেওয়ার কিছু নেই
সাহিত্যিক জীবনে
পৃথিবীর কৌতূহলের পর
আমার আর কোনো কোলাহল নেই!

****

বৃহস্পতিবারের কবিতা

কালো আলো আর শঙ্খনীল শহরের
রঙিন প্রতীতির মতো
কিছু কথা আছে;
মাতৃগর্ভের নিরাপত্তায় বড় করেছি
শ্রোতাশূন্য আসরে জন্ম না দিয়ে
বড় হওয়ার প্রশ্নে গাছ হতে বলেছি।

পূবের বাতাসে পশ্চিমে বড় হওয়া গাছ
সংঘর্ষে-ঘর্ষণে নড়ে ওঠে বৃহস্পতিবার;
ভালোবাসা কঠিন কাজ
সোনার বালিস কালো করা চোখে
স্বর্গের কল্পনা এঁকে
জীবনের পরপ্রস্থেও দেখি নিয়তির লাল!

আমি এখন চাকর,
ভালো থাকার অভিনয় করি।

এসইউ/জেআইএম

আরও পড়ুন