ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

ধ্রুব এষ আমাদের গর্ব ও প্রেরণার বাতিঘর

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৫:০৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

পঙ্কজ শীল

আমাদের ধ্রুবদা। ধ্রুব এষ। সুনামগঞ্জের গর্ব ও অহংকার। বাংলাদেশের কিংবদন্তি প্রচ্ছদশিল্পী ও শিশুসাহিত্যিক। তার প্রচ্ছদসংখ্যা বিশ হাজারেরও বেশি। বাংলাদেশের সবচেয়ে বেশি প্রচ্ছদ এঁকেছেন আমাদের ধ্রুবদা। এঁকেছেন শামসুর রাহমান, হুমায়ূন আহমেদ, হাসান আজিজুল হক, হুমায়ুন আজাদসহ অসংখ্য জনপ্রিয় লেখকের গ্রন্থের প্রচ্ছদ। বাংলাদেশে ধ্রুব এষকে চেনেন না এমন মানুষের সংখ্যা একেবারেই কম।

ধ্রুবদা এবার শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন বলে ভালো লাগছে। ধ্রুবদার গাম্ভীর্য, সহজ-সরল জীবন আমাকে অনেক ভাবায়, অনুপ্রাণিত করে। এমন সাদাসিধে মানুষ জীবনে আমি কমই দেখেছি।

কিছুদিন আগে তিনি সিলেটের দৈনিক সিলেট মিরর পুরস্কার পেয়েছেন প্রচ্ছদের জন্য। তাকে বক্তব্য দেওয়ার জন্য ডাকা হলে বক্তব্য দিতে নারাজ! কারণ বক্তব্য দিয়ে তেমন অভ্যাস নেই বলে জানি। অথচ লোকটির চিন্তা-চেতনা অনেক উঁচু। জোরাজুরি করে মঞ্চে ওঠালেও বক্তব্যে বললেন, ‘আমি ভালা আছি, আফনেরা ভালা আছুইন্নি?’ এ পর্যন্তই।

আরও পড়ুন: অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার পেলেন দন্ত্যস রওশন

কতটুকু সহজ-সরল হলে মানুষ এমন করে বলতে পারেন। এই বক্তব্য আমাকে অনেক ভাবায় ও টানে। বাংলাদেশের রাজধানীতে বসবাস করেও তার আঞ্চলিক ভাষা, মাতৃভাষা কখনো ভুলে যাননি। ভুলে যাননি সুনামগঞ্জের ভাষা। কজন পারে? কজনই বা পারবে?

শুধু তা-ই নয়, ফেসবুক অ্যাকাউন্ট তো দূরের কথা। তার অ্যান্ড্রয়েড বা কোনো স্মার্ট ফোনও নেই! আমরা দামি দামি ফোনে নামে-বেনামে কত ফেসবুক অ্যাকাউন্ট, পেজ, গ্রুপ চালাই- তার কোনো ইয়ত্তা নেই! তার নামমাত্র একটি বাটন ফোন আছে। কল এলে ধরেন, না ধরলে নাই!

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বাংলা একাডেমি পুরস্কার গ্রহণের ছবিতে দেখা যাচ্ছে, পরনে রংচটা প্যান্ট, টি-শার্ট বা গেঞ্জি এবং পায়ে সাধারণ এক জোড়া স্যান্ডেল। ইচ্ছে করলে তিনি দামি কোট-টাই, প্যান্ট, জুতা পরে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করতে পারতেন। অন্যরা সাধারণত এটি করে থাকেন। ধ্রুবদার ওসব মাথায় ছিল কি না তা-ও ভাবছি, কীভাবেই বা থাকবে?

আরও পড়ুন: বাংলা সাহিত্যে বসন্ত বন্দনা

অন্য দশজনের মতো তিনি পোশাকচর্চা করেন না; করেন জ্ঞানচর্চা। গুণী মানুষরা এমনই হন। তা ছাড়া আমাদের মতো হয়তো তিনি ওসব নিয়ে ভাবেন না। ভাবেন মাটি ও শিল্পের কথা। ডুবে থাকেন লেখালেখি ও দেশপ্রেমে।

ধ্রুবদা আমাদের মাটির মানুষ। প্রেরণার বাতিঘর। জয়তু ধ্রুবদা।

লেখক: কবি, শিশুসাহিত্যিক ও সাহিত্য সম্পাদক, দ্য লন্ডন টাইমস।

এসইউ/এমএস

আরও পড়ুন