ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

বায়ান্নর দুটি ছড়া

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৫:২০ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

আলাউদ্দিন হোসেন

বায়ান্নর ভাষা

বায়ান্নর অর্জন আজ
বাংলা প্রিয় ভাষা
বায়ান্নর অর্জন আজ
বেঁচে থাকার আশা।

বায়ান্নর অর্জন আজ
বাঙালি জাতির প্রাণ
বর্ণমালায় মিশে থাকা
তাজা রক্তের ঘ্রাণ।

শহীদ মিনার ঘিরে আছে
সকল শহীদ ছায়া
বাঙালি প্রাণে গাঁথামালা
ভাষার প্রতি মায়া।

****

ভাষা শহীদ

আমরা শহীদ ভাষা শহীদ
বর্ণমালার ঘ্রাণ
সারাবাংলা ছড়িয়ে থাকা
মিনার মোদের প্রাণ।

অ আ ই ঈ, ক খ গ ঘ ঙ
বর্ণমালার শীষে
কোটি বাঙালির মনে প্রাণে
আমরা আছি মিশে।

আমরা আছি বিশ্বজুড়ে
প্রিয় ভাষা হয়ে
বীর বাঙালির শিরায় শিরায়
আমরা চলছি বয়ে।

এসইউ/জেআইএম

আরও পড়ুন