ফেরদৌস জান্নাতুলের কবিতা
ত্রিকালের খোঁজে
চলছে ভাটফুলের মৌসুম,
কপাট খুলে গন্ধ শুঁকি যার।
কালের হাটে হাঁটতে এসে—ভুলে গেছি যৌবনের নবান্ন প্রহর, রঙিন শৈশব।
গোধূলি থেকে গ্লাসে গ্লাসে চুমুক দিতে থাকা বর্নিল আবীর,
এক অলিক সন্ধানে হাঁটে বুকের শহরে।
হাতের আদিম রেখা তুলে দিতেই দেখি
এক অচেনা কপাট, আরেক কাল সামনে যার
খোলার অপেক্ষায়
****
যাপন
যাকে জীবন্ত বলি—
পতপত করে উড়তে থাকা অভ্যাস,
দৈনন্দিন রুটিন—অঙ্কুরিত প্রতিটি ভোরের সাদা মলাট।
যাকে ভবিতব্য ভেবে জাপটে ধরি—
সেখানে বসেই পড়ন্ত রোদ খেলা করে।
আমরা একটি একটি করে প্রশ্ন তুলি, আমরা চাই, আমরা সাজাই;
ঘর, সংসার, একটু একটু করে মায়ার নদী।
আলো চাই, প্রস্ফুটিত ঘন নীল আলোর চাদর—
আমাদের এই পথ থেকে শুরু করে ফের সে পথেই জিজ্ঞাসার উত্তর।
এসইউ/জেআইএম