রীতা আক্তারের দুটি কবিতা
নির্জীব মনের চৌকাঠ
ভেঙে যাচ্ছে অস্তিত্বের দেওয়াল
ভীষণ মন খারাপের দিনে
বৃষ্টি বুঝি নামলো ওই
আগন্তুকের মতো ঝড়ো হাওয়া এসে
তছনছ করে দিয়ে গেল
সাজানো সংসার
এক চিলতে উঠোনে কাঁচা সোনা রোদ উঁকি দেয়
দুর্বা ঘাসের ওপর জমানো গত রাতের শিশির
দ্যুতি ছড়ায় ম্লান মুখে
নিশ্চুপ আমি অহেতুক মনকে আর প্রশ্ন করি না
ভেঙে পড়া মন ব্যাকুল হয়ে ওঠে
একমুঠো সুখ খুঁজতে
ভেঙে যায়... ভেঙে পড়ে মনের দেওয়াল
ভেজা চোখের কার্ণিশে জমে দুঃখ শত শত
আমি কেবল ধৈর্য ধরি
দুঃখের আরশিতে রেখে চোখ
শত আনন্দের মাপকাঠি টুকরো টুকরো করে
খসে পড়ে ভাঙা মনের চৌকাঠে
দিন যায়... মাস যায়
নিয়তির চাকা স্থবির রয়
ঘুটঘুটে কালো আঁধার সরিয়ে
দু’হাত পেতে আলো খুঁজি সুখের জানালায়।
****
রাতের নিঃসঙ্গতা
রাতের খুব কাছাকাছি নিঃসঙ্গতা এসে জড়ো হয়।
ভোর হয় তবু থেকে যায় রেশ
যা না বলা কথা
আর যত অপেক্ষার পালা...
তবু অনেক সময় বিচলিত হয় মন।
উধাও হয় আনমনা সকালের ছাপ।
নিটল দুপুরে গাঢ় হলুদরঙা রোদ এসে বসে আমার কোলে।
কবিতার খাতায় তুমি রাখনি আমার খোঁজ।
দিন চলে ব্যস্ততার নিয়মে
ধূসর বিকেলে আমি বসি তোমায় পাঠ করতে।
মুখস্থের নিয়ম নেই
তবু যেন মনে গেঁথে থাকো কথিত নিয়মের সুরে।
দিন চলে যায় হয়ে যায় অতীত,
সময়ের পিছুটান অনুভব করি না
শুধু অনিদ্রায় থাকা চোখ দু’টো তোমায় খোঁজে,
অবেলায় ক্লান্তি এসে জড়ো করে নিঃসঙ্গতার প্রহরে।
রাত নামে, চাঁদ জাগে
মেঘের মতো আমিও যেন হারিয়ে যাই নিঃসঙ্গতার কার্ণিশে।
যে তুমি আমার রাখোনি তো খোঁজ।
এসইউ/এমএস