ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

মারুফা সুলতানা খান হীরামনির দুটি কবিতা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১২:২২ পিএম, ১৬ নভেম্বর ২০২২

ব্যস্ততা

কে তোমার বেশি প্রিয়?
আমি নাকি ব্যস্ততা?
খুব আফসোস হয় জানো—
যদি তোমার ব্যস্ততা হতে পারতাম!

বলেছিলে মঙ্গলে নিয়ে যাবে, মনে আছে? তুমি, আমি আর সে
আমাকেই তো ভুলিয়ে দিয়েছে তোমার ব্যস্ততা
তার কথা কি রেখেছো মনে?

সজনে-ডাঁটা বলেছিল,
ফুল আর পাখির সাথে গোল্লাছুট খেলবে
ওর কি গোল্লাছুটের নিয়ম মনে আছে?
নাকি সেও ভুলিয়ে দিয়েছে ব্যস্ততা?

মনের মধ্যে ছোপ-ছোপ দাগ পড়ে গেছে
পারবে সেই দাগ মুছে দিতে?
পারো না, ব্যস্ততা থেকে একটুখানি বেরিয়ে
তোমার প্রেম-রঙে রাঙিয়ে দিতে আমার মন?

আবার নাকি নতুন করে প্রেমে পড়েছো?
পুরাতন মানুষের সাথে নতুন প্রেম বুঝি এমনই হয়!
ভালো কি একটু বেশিই বাসো
তাই তো ব্যস্ততার কথামতো আর খোঁজও নাও না।

অনলাইনে দেখি তোমাকে
সে তো আমার জন্য নয়,
তোমার ব্যস্ততার জন্য, তাই না?
খুব ভালো আছো বুঝি ওকে নিয়ে!

****

কে সে?

প্রতিদিন যার কথা ভেবে ভেবে ঘুম পাড়ি
যার কথা ভেবে ভেবে ঘুম ভাঙি।
কে সে?

যার সাথে হৃদয় মিশে থাকে,
লেগে থাকে অপার স্পন্দন।
কে সে?

যার বিরহে মরে যাই,
মিলনে হই উজ্জ্বল।
কে সে?

যাকে বেশি দেখি যখন তাকে দেখি না,
বেশি বলি যখন কথা বলি না।
কে সে?

যাকে সব কিছু দিয়ে নিঃস্ব হয়ে গেছি,
তবু যাকে কিচ্ছু দেওয়া হয়নি।
কে সে?

যার কাছে চাওয়া-পাওয়াতে অনেক অপূর্ণতা,
আবার এই অপূর্ণতাতেই আনন্দ।
কে সে?

যাকে নিয়ে উড়াল দিতে চাই মহাকালে,
কিন্তু যার সাথে এককালও থাকা হলো না।
কে সে?

যার ঘুম-কণ্ঠ শোনার ইচ্ছায় প্রতিদিন ঘুম
ভাঙে,
যার ভাবনায় বিভোর হয়ে ভাতঘুম দিই।
সে আর অন্য কিছু নয়,
সে যে প্রেম,
উথাল-পাথাল প্রেম,
যে প্রেমে ডুবে থাকতে চাই অনাদি অনন্তকাল।

এসইউ/এমএস

আরও পড়ুন