ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

তারিক সামিনের দুটি কবিতা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০২:১৮ পিএম, ১৫ অক্টোবর ২০২২

তুমি মানুষ, আমারই সহজাত

মন চায়, গাছের ছায়ায় বসে দু’টি ক্ষণ
নীল আকাশ, শীতল বাতাস, পাখির গানে জুড়ায় এ মন।
মন চায়, কর্মব্যস্ততায় কেটে যাক প্রহর-দিন
যানজটে আর কোলাহলে যেন সময় না হয় লীন।

মন চায়, মানুষের সততায় মুগ্ধ হয়ে—বিনীত হতে,
প্রতারণা আর শঠতায় দুঃখ না পেতে।
মন চায়, নিষ্ঠুরতা নয়, মানুষ ভালোবাসুক মানুষকে।
যদিও, সব চাওয়া-পাওয়া নিমিষে হারায় বাস্তবতার নিরিখে।

তাই, ফিরে যাই আবার প্রকৃতির কাছে
মানুষের কোলাহলে জীবন বড়ই বিরক্ত হয়ে আছে।

আহ মানুষ! লোভে ও ক্ষোভে অন্ধ মানুষ
ক্ষমতা-অর্থ-যশ মোহমুগ্ধ মানুষ।
যা কিছু লজ্জার, তাতে তুমি গর্বিত
যা কিছু ভালো, তা থেকে নিজেকে করো বঞ্চিত
মিথ্যাকে উচ্চারণ করো অতি উচ্চস্বরে
সত্যের টুঁটি চেপে ধরো কণ্ঠরোধ করে।

তবুও তুমি মানুষ, আমারই সহজাত
ভালো ও মন্দের নিত্য কষাঘাত।
তাই ঘুরে ফিরে আমার ভাবনায়
কল্যাণ কামনায়, ভালোবাসায়
—আশা জাগায় সেই একই মানব সমাজ!

****

ভুল

কতদিন পর তোমায় দেখছি,
যেন হারিয়ে যাওয়া অমূল্য ধন
বহুদিন পর
বহু খোঁজা-খুঁজির অবসর
বহু হতাশা
বহু দীর্ঘশ্বাস শেষে
জীবনে এসেছো
এক পশলা বৃষ্টির পরশে।

কুড়ি বছর আগে,
যে সে দুটি হাত
তুমি বাড়িয়ে দিয়ে বলেছিলে
চাইলে ধরতে পারেন
বাড়িয়ে দিলাম বন্ধুত্ব।
আমি ইতস্তত হাত দুটি ধরে
ফের ছেড়ে দিয়েছিলাম ভয়ে ও সজোরে
আমার মনজুড়ে তখন অন্য কেউ!
অন্য কেউ আমার শরীরজুড়ে।
সে শপে দিয়েছে সব কিছু
জড়িয়ে রেখেছিল ছিল তার অন্তরে।
আমি ভাবলাম, এ তো ভয়ানক পাপ!
এক মনে, এক শরীরে
দ্বৈরথ ধারণ, কামনার অভিশাপ।

তুমি তখন সদ্য যুবতি
কলেজের টিফিন খরচ বাঁচিয়ে
বুঝিয়ে-সুঝিয়ে আমায়
নিয়ে এসেছো
বোটানিক্যাল গার্ডেনে।
জনশূন্য বোটানিক্যাল গার্ডেনের পড়ন্ত দুপুর
সবুজ গাছের পাতায় পাতায় হাওয়ার কম্পন
তোমারই মতোন, অব্যক্ত প্রথম প্রেমিকার হৃৎস্পন্দন।
আজও মনে পড়ে তোমার
অবারিত হাত
বঞ্চিত চাহনি
রক্তশূন্য ফ্যাকাসে মুখ
কিংকর্তব্যবিমূঢ় অভিব্যক্তি।

এসইউ/এমএস

আরও পড়ুন