ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

বইফেরীর বর্ষপূতি উপলক্ষে বিশেষ অফার

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১১ অক্টোবর ২০২২

বইয়ের জগতে যাত্রা খুব কম সময়ের হলেও এরই মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে পাঠকের আস্থা অর্জন করেছে বইফেরী ডটকম। গত ১০ অক্টোবর বইফেরী এক বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে বিশেষ অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

জানা যায়, সহজ ও ঝামেলামুক্ত সেবা দেওয়ায় কম সময়েই অন্যতম অনলাইন বুকশপে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি। অনলাইনে বই বিক্রির পাশাপাশি বাংলাদেশে সর্বপ্রথম তারাই সাবস্ক্রিপশন করে সত্যিকারের ই-বুক পড়ার সুবিধা দিচ্ছে পাঠকদের।

বইফেরীর কর্ণধার মো. রাশেদুল আলম বলেন, ‘জ্ঞানের মহাসমুদ্রে ছোট একটি ফেরী—বইফেরী। সবার কাছে যে কোনোভাবে বই পৌঁছে দেওয়া এবং তার মাধ্যমে মূল্যবোধ জাগ্রত করার প্রয়াসে আমরা গতবছর যাত্রা শুরু করি। মহান আল্লাহর রহমতে আমরা নানা প্রতিবন্ধকতার মাঝেও এক বছর অতিক্রম করেছি।’

তিনি বলেন, ‘শুধু বইয়ের মার্কেটপ্লেস হিসেবে বইফেরী একটি জায়গা তৈরি করতে পেরেছে বলে আমরা বিশ্বাস করি। এর সবটুকু কৃতিত্ব বইয়ের পাঠক, লেখক ও প্রকাশকদের। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

রাশেদুল আলম আরও বলেন, ‘প্রতিনিয়ত আরও স্বপ্নস্পৃহা, কর্মস্পৃহা নিয়ে দ্বিগুণ পরিশ্রমের মাধ্যমে লাখো মানুষের ‘হার্ট শেয়ার’ অর্জনের জন্য পুরো বইফেরী পরিবার কাজ করে যাবে। সুবোধ জাগানোর অনন্য কর্মযজ্ঞে আমাদের ভালোবাসুন, সহযোগিতা করুন, পাশে থাকুন।’

কবি, লেখক ও অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘরাই বইফেরী সম্পর্কে বলেন, ‘বইফেরীর যে বিষয়টি সবচেয়ে ভালো লেগেছে, আমার পাঠকরা এখন খুব সহজেই আমার বইগুলো খুঁজে পেতে পারছে এবং কেনা সহজ হয়েছে। সম্প্রতি বইফেরী বিভিন্ন অফার দিয়ে বিশেষ ডিসকাউন্ট দিচ্ছে, সেটি সব পাঠকই ইতিবাচকভাবে গ্রহণ করেছে। বইয়ের জগতে বইফেরী একটি নতুন বিপ্লব আনবে; নতুন দিনের সূচনা করবে।’

লেখক ও নির্মাতা সাদাত হোসাইন বইফেরী সম্পর্কে বলেন, ‘বইফেরী খুব অল্পসময়েই তাদের চেষ্টা, ডেডিকেশন দেখিয়েছে। তার ফলাফলও পেতে শুরু করেছে। ধীরে ধীরে পাঠকের কাছে পৌঁছে যাচ্ছে। বইফেরীর জন্য শুভ কামনা।’

শিক্ষক ও মেন্টর ইকবাল বাহার জাহিদ বলেন, ‘বইফেরী নামটা খুব ভালো লেগেছে। ফেরী করতে হলে বই নিয়েই করা উচিত, আলো ছড়িয়ে দেওয়ার জন্য। পাঠকের কাছে পৌঁছানোর এ এক অনন্য উপায়। জ্ঞান বিতরণের ফেরিওয়ালা বইফেরীর জন্য অনেক শুভ কামনা।’

বইফেরীর জন্মোৎসব উপলক্ষে বিভিন্ন অফার দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে লেখকের প্রোমোকোডে ছাড়, ক্যাশব্যাক, ফোন, স্মার্ট ওয়াচ, হেডফোন, টি-শার্টসহ ৯৯টি আকর্ষণীয় উপহার পাওয়ার সুযোগ আছে। মাসব্যাপী চলবে এ অফার।

এসইউ/এএসএম

আরও পড়ুন