ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

আমাকে প্রতিনিয়তই লিখতে হয়: রাকিব হাসান

সালাহ উদ্দিন মাহমুদ | প্রকাশিত: ১০:১০ এএম, ০১ আগস্ট ২০২২

রাকিব হাসানের জন্ম ও বেড়ে ওঠা খুলনায়। বাবার নিবাস বরিশালে। রাকিব একজন কনটেন্ট ক্রিয়েটর। ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র পরিচালক তিনি। ১ আগস্ট প্রকাশিত হলো তার রম্যগল্পের বই ‘বিনোদনের বারবিকিউ’। রকমারি ডটকমে বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে। সম্প্রতি কনটেন্ট ও লেখালেখির বিষয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন কথাশিল্পী ও সাংবাদিক সালাহ উদ্দিন মাহমুদ—

জাগো নিউজ: এই প্রথম আপনার একটি বই প্রকাশিত হচ্ছে, এ বিষয়ে আপনার অনুভূতি কী?
রাকিব হাসান: এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা কঠিন। প্রথম বই প্রকাশ হচ্ছে, বেশ কিছু প্রশ্ন মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। বইটি বিভিন্ন শ্রেণির পাঠকের হাতে যাবে, তারা কীভাবে নেবেন; সেই সাথে আমার দর্শকরা এটা কীভাবে দেখবেন। সব মিলিয়ে একটি মিশ্র অনুভূতি কাজ করছে।

জাগো নিউজ: প্রকাশিত বইটির বিষয়বস্তু ও প্রকাশের কারণ সম্পর্কে যদি বলতেন—
রাকিব হাসান: হাস্যরসে সমৃদ্ধ বেশ কিছু ছোটগল্প দিয়ে বইটি সাজনো হয়েছে। সেখানে গল্পের মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতিকে তুলে ধরা হয়েছে। সমাজ থেকে এসব অসঙ্গতি দূর করতে সমাজ সচেতনতামূলক বার্তা দেওয়া হয়েছে। বইটি প্রকাশের কারণ যদি বলতে হয়, একটা সময় বই ছিল বিনোদনের অন্যতম মাধ্যম। বর্তমানে ইলেক্ট্রনিক মিডিয়ার যুগে আমাদের মধ্য থেকে গতানুগতিক পাঠ্যবইয়ের বাইরে বইপড়ার অভ্যাসটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আমি যেহেতু অভিনয়ের মাধ্যমে মানুষের মাঝে বিনোদন এবং সচেতনতা ছড়িয়ে দিতে চেষ্টা করে যাচ্ছি। বইটি পড়ে যদি কিছু মানুষ তৃপ্তি পায়, তাদের মধ্যে বইপড়ার আগ্রহটা জেগে ওঠে। তবে আমার কষ্ট সার্থক হবে।

জাগো নিউজ: আপনি ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন, কবে থেকে শুরু করেছিলেন?
রাকিব হাসান: পরিচিতি বলতে সবই দর্শকদের ভালোবাসা। ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির মাধ্যমে আমাদের শুরুটা হয়েছিল ২০১৮ সালের অক্টোবরের ১ তারিখ থেকে।

জাগো নিউজ: হঠাৎ করে বই লেখার অনুপ্রেরণা কোথায় পেলেন?
রাকিব হাসান: লেখালেখি আমাকে করতেই হয়। কনটেন্ট তৈরির জন্য আমাকে প্রতিনিয়তই লিখতে হয়। এভাবেই কনটেন্টের প্রয়োজনে লিখতে লিখতে মনে হলো—যারা বইপ্রেমী আছেন; তাদের জন্য যদি আমি লেখার মাধ্যমে আমার বার্তাগুলো ফুটিয়ে তুলতে পারি। তাহলে এগুলো আরও বিস্তৃত হবে এবং একসাথে বইপ্রেমীদের মনের খোরাকও মিটবে।

জাগো নিউজ: আপনার কনটেন্টের ভিউ মিলিয়ন ছাড়িয়েছে, কনটেন্টের মতোই কি বইয়ের জনপ্রিয়তা আশা করছেন?
রাকিব হাসান: আমার কনটেন্টগুলো যেমন আমার ভালোবাসা এবং পরিশ্রম সবকিছু মিশিয়েই তৈরি করা। তেমনই বইটাও আমার ভালোবাসা, চিন্তা-চেতনা ও পরিশ্রমের সংমিশ্রণ। দর্শকদের কাছ থেকে আমি অকল্পনীয় ভালোবাসা পেয়েছি। আশা করি পাঠকদের কাছ থেকেও অনুরূপ ভালোবাসা পাবো।

জাগো নিউজ: কনটেন্ট তৈরির পাশাপাশি নিয়মিত লেখালেখি করবেন?
রাকিব হাসান: আগেই বলেছি, লেখালেখি আমাকে প্রতিদিনই করতে হয়। আর যদি প্রকাশনার কথা বলেন তাহলে বলবো, আমার চেষ্টা সব সময়ই থাকবে। বাকিটা উপরওয়ালার ইচ্ছা এবং পাঠকদের ভালোবাসার ওপরই নির্ভর করবে।

জাগো নিউজ: কাজ করতে গিয়ে কখনো কি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন?
রাকিব হাসান: প্রতিবন্ধকতার সম্মুখীন তো প্রতিনিয়তই হতে হয়। ভালো কাজে প্রতিবন্ধকতা সব সময়ই থাকবে। প্রতিবন্ধকতার সাথে সাথে উৎসাহ পেয়েছি সমানতালে। কিছু ক্ষেত্রে অনেক বেশিই পেয়েছি। সে জন্যই সব প্রতিবন্ধকতা অতিক্রম করে এখনো এগিয়ে চলেছি।

জাগো নিউজ: আপনার ভবিষ্যৎ পকিল্পনা সম্পর্কে যদি বলতেন—
রাকিব হাসান: সব সময় দেশের মানুষের জন্য সুস্থ ধারার বিনোদনকে আরও বিস্তৃতভাবে সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা থাকবে। বিভিন্ন সামাজিক অসঙ্গতিগুলোকে দূর করতে মানুষকে আরও বেশি উদ্বুদ্ধ করতে চেষ্টা করবো।

এসইউ/জেআইএম

আরও পড়ুন