ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

আনিস ফারদীনের সাতটি অণুকাব্য

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২৯ জুলাই ২০২২

০১.
কান্না পাচ্ছে ভীষণ?
আচ্ছা কেঁদে নাও,
দুঃখ তোমার আছে যত
আকাশে উড়াও।

০২.
ইচ্ছেগুলো যেন যাচ্ছে উড়ে
চলছে ছুটে রূপসাগরে,
আকাশ-পাতাল এক করে
পৌঁছবে তারা বন্দরে।

০৩.
দুঃখ ভুলে সুখ ধরতে চাই
সুখ হয়ে যায় অধরা,
বিশ্বলোকে মুখোশ বেশি
এটাই এখন পরম্পরা।

০৪.
শূন্যতাটা বাধছে বুকে
হচ্ছে কেমন নেশা;
দিয়াশলাই বুকপকেটে
হারিয়েছি দিশা।

০৫.
ফুলকে ফুল বলেও
ভুলকে বলি ভুল,
নিরেট সত্য মিথ্যা হয়
দিতে হয় মাশুল!

০৬.
তুই চেয়েছিস গান হয়েছে
মন হয়েছে ফানুস,
তুই নেই নেই তো কিছু
হারিয়েছি হুঁশ!

০৭.
আমার ভাবনাটা এলোমেলো
তোর ভাবনাটা বল;
মনের সাথে মন মিলিয়ে
দূরে কোথাও চল!

এসইউ/এমএস

আরও পড়ুন